________________
জিনচরিত্র
১৩১ জনাদৃত অহৎ পার্শ্বের চৌদ্দশাে অবধিজ্ঞানী, দশশো কেবলজ্ঞানী, এগারােশাে বৈভূত্যবিদ্যাবিৎ, ছ’শাে ঋজু-মতি, দশশাে সিদ্ধ, বিশশাে সিদ্ধা আর্ষিকা, সাড়েসাতশাে বিপুলমতি, ছ'শাে বাদী, বাবােশশা অনুরােপপাতী ছিলেন। ১৬৬ |
জনাদৃত অহৎ পার্শ্বের দ্বিবিধ অস্তকৃৎ-ভূমি ছিল। যুগান্তকৃৎ-ভূমি ও পর্যায়কৃৎ-ভুমি। চতুর্থ পুরুষ পর্যন্ত যুগান্তকৃৎ-ভূমি। [ কেবলিত্বের পর ] তিন বৎসর পর্যায়াস্তকৃৎ-ভূমি করিয়াছিলেন। ১৬৭।
সেইকালে সেই সময়ে জনাদৃত অহং পার্শ্ব ত্রিশ বৎসর আগরবাসী ছিলেন। তিরাশি রাত্রিদিন ছদ্মস্থ পর্যায়ে ছিলেন। কিঞ্চিন সত্তর বৎসর কেবলী পর্যায়ে ছিলেন। পূর্ণ সত্তর বৎসর শ্রামণ্য পর্যায়ে ছিলেন। মােট আয়ুষ্কাল একশাে বৎসর ছিল।
বেদনীয়, আয়ু, নাম ও গােত্র ক্ষয় হইবার পর এই অবসর্পিণী কালপ্রবাহের দুঃসম-সুষমা যুগের বহু অংশ গত হইলে বর্ষার প্রথম মাসে দ্বিতীয় পক্ষে, শ্রাবণ মাসের শুক্ল পক্ষে অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রের (সহিত চন্দ্রের) যােগে পূর্বাহুকাল সময়ে সম্মত শৈল শিখরের উপরে প্রতি মাসান্তে একবারমাত্র পানীয়-বিহীন আহার গ্রহণের ব্রত পালন করিয়া আত্ম-চতুস্ত্রিংশে হস্তদ্বয় বিস্তারিত করিয়া তিনি কালগত হন, ব্যতিক্রান্ত হন, সংসার ত্যাগ করিয়া সমুদঘাত হন, জন্ম-জরা-মরণের বন্ধন ছিন্ন করেন, সিদ্ধ হন, বুদ্ধ হন, মুক্ত হন, অকৃৎ হন, পরিনির্বাণ লাভ করেন এবং সর্বদুঃখহীন হন। ১৬৮।
জনাবৃত অহৎ পার্শ্ব কালগত, ব্যতিক্রান্ত, সমুদ্যাত, ছিন্ন-জাতিজর-মরণ-বন্ধন, সিদ্ধ, বুদ্ধ, মুক্ত, অন্তকৃৎ, পরিনির্বাণপ্রাপ্ত, এবং সর্বদুঃখপ্রহীন হওয়ার পর দ্বাদশ শত বৎসর গত হইয়াছে, ত্রয়ােদশ শতকের ত্রিংশ বর্ষ চলিতেছে। ১৬৯।
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org