________________
১০১
জিনচরিত্র যায়, কোথায় থাকে, কোথায় তাহারা কিরূপ জন্ম লাভ করে,-জীবজন্ম লাভ করে, কি দেব ও তির্যক্ যােনি লাভ করে, তাহাদের মনে যে ভাব, যে তর্ক, অথবা অন্য যে কোনও প্রকার মানসিক ভাব উৎপন্ন হয় তাহ তিনি জানেন ও দেখিতে পান। তাহারা কি খায়, কি করে, তাহাদের প্রকাশ্য কর্ম, গােপন কর্ম তিনি জানেন ও দেখিতে পান। যিনি অর্হৎ, তাহার নিকট কোনও রহস্য থাকে না, তিনি সেই সব কালে, মন, বচন, কায় যােগে বর্তমান, তাই তিনি সর্বলােকে সর্ব জীবের সর্ব ভাব জানিয়া ও দেখিয়া বিহার করেন। ১২১।
সেইকালে সেই সময়ে শ্রমণ ভগবান্ মহাবীর অস্থিক। গ্রাম অবলম্বন করিয়া তাহার প্রথম বর্ষার রাত্রে বর্ষাবাস করিয়াছিলেন। তারপর চম্পা ও পৃষ্ঠি-চম্পা অবলম্বন করিয়া তিন বর্ষার রাত্রিতে বর্ষাবাস করিয়াছিলেন। বৈশালী নগরী ও বাণিজগ্রাম অবলম্বন করিয়া দ্বাদশ বর্ষার রাত্রিতে বর্ষাবাস করিয়াছিলেন। রাজগৃহ নগর এবং নালন্দার উপকণ্ঠে চতুর্দশ বর্ষায় বর্ষাবাস করিয়াছিলেন। মিথিলিকায় ছয় বর্ষা, ভদ্রিকায় দুই বর্ষা, আলভিকায় এক বর্ষা, পণিতভূমিতে এক বর্ষা, শ্রাবন্তীতে এক বর্ষা এবং পাপানগরের মধ্যভাগে হস্তিপাল রাজার রজ্জ, ( = লেখক)-সভায় এক বর্ষা বর্ষাবাস করিয়াছিলেন। সেইটিই তাহার শেষ বর্ষাবাস। ১২২॥
| [ পাপানগরের মধ্যভাগে হস্তিপাল রাজার রজ্জ, (লেখক)-সভায় তিনি তাহার জীবনের অন্তিম বর্ষারাত্রিতে বর্ষাবাস করিয়াছিলেন। ]
সেই অন্তরাবাস অর্থাৎ বর্ষারাত্রিবাসের সময়ে বর্ষার চতুর্থ মাসে সপ্তম পক্ষে কার্তিকের কৃষ্ণপক্ষে পঞ্চদশী তিথিতে, যে রজনী তাহার শেষ রজনী সেই রজনীতে শ্ৰমণ ভগবান মহাবীর কালগত হন, ব্যতিক্রান্ত হন, সংসার ত্যাগ করিয়া সমুদ্যাত হন, জাতি (জন্ম), জরা, মরণের বন্ধন ছিন্ন করেন, সিদ্ধ হন, বুদ্ধ হন, মুক্ত হন, অস্তকৃৎ (অর্থাৎ
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org