________________
জিনচরিত্র এই চৌদ্দটি মহাস্বপ্নের মধ্যে যে-কোনও একটি দেখিয়া জাগরিত হন। ৭৮ ॥
| ভাে দেবানুপ্রিয়! এইগুলির মধ্যে চৌদ্দটি মহাস্বপ্নই ত্রিশলা ক্ষত্রিয়াণী দেখিয়াছেন। সুতরাং ভাে দেবানুপ্রিয়! ত্রিশলা ক্ষত্রিয়াণীর দেখা স্বপ্নগুলি অতি উদার স্বপ্ন। নিশ্চয়ই দেবানুপ্রিয় ! অতি কল্যাণকর ত্রিশলার দেখা এই স্বপ্নগুলি। নিশ্চয়ই শিব, ধন্য, মঙ্গলাকর, শ্ৰীসম্পন্ন, আরােগ্য-তুষ্টি দীর্ঘায়ুত্ব-বিধায়ক এবং অশেষ কল্যাণ ও মঙ্গলের সূচক ত্রিশলার দেখা এই স্বপ্নগুলি। অর্থলাভ [ সূচিত হইতেছে ] দেবানুপ্রিয়! ভােগলাভ [ সূচিত হইতেছে ] দেবানুপ্রিয়! পুত্রলাভ [ সূচিত হইতেছে ] দেবানুপ্রিয় ! সৌখ্যলাভ [ সূচিত হইতেছে ] দেবানুপ্রিয় ! রাজ্যলাভ [ সূচিত হইতেছে ] দেবানুপ্রিয়! এইকারণে বলি দেবানুপ্রিয় ! ত্রিশলা ক্ষত্রিয়াণী পূর্ণ নয় মাস ও সাড়ে সাত রাত্রিদিন গত হইলে আপনাদের কুলকেতু, কুলপ্রদীপ, কুলপর্বত, কুলাবতংস, কুলকীর্তিকর, কুলদিনকর, কুলাধার, কুলননন, কুলশঙ্কর, কুলপাদপ, কুলবিবর্ধন, সুকুমার হস্তপদযুক্ত, পঞ্চ ইন্দ্রিয় ও দেহের হীনতা বা ন্যুনতাবিহীন, সুলক্ষণ ও শুভব্যঞ্জকগুণযুক্ত, দৈর্ঘ্য, উচ্চতা ও ওজন প্রভৃতিতে প্রমাণানুরূপ, সর্বাঙ্গসুন্দর, শশীর ন্যায় সৌম্যদর্শন, কান্ত, প্রিয়দর্শন এবং সুরূপ একটি পুত্রসন্তান প্রসব করিবেন । ৭৯ | তারপর সেই বালকের বাল্য গত হইলে [ ধীরে ধীরে ] সে বয়ােজ জ্ঞান ও [সর্বাঙ্গের ] মাত্রায় পরিণত যৌবন লাভ করিবে। যৌবনপ্রাপ্তি হইলে সে শূর, বীর ও বিক্রমশালী হইবে এবং বিস্তীর্ণ বিপুল বলবাহনসহ রাজ্যের অধীশ্বর ও রাজা হইবে অথবা ত্রৈলােক্যনায়ক ধর্মবর চক্রবর্তী জিন হইবে ॥ ৮০ |
তাই বলিতেছি, দেবানুপ্রিয়! অতি উদার ত্রিশলা ক্ষত্রিয়াণীর দেখা এই স্বপ্নগুলি। নিশ্চয়ই কল্যাণকর, দেবানুপ্রিয় ! ত্রিশলা ক্ষত্রিয়াণীর দেখা এই স্বপ্নগুলি। শিব, ধন্য, মঙ্গলাকর, শ্ৰীসম্পন্ন আবােগ্য-তুষ্টি
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org