________________
জিনচরিত্র।
دا
পরমসৌমনজন্য হর্ষভরে তাহাদের হৃদয় বিসারিত হইল। [ বৃষ্টি ] ধারায় আহত কদম্ববৎ তাহাদের লােমকূপ উচ্ছসিত হইল। তাহারা সেই স্বপ্নগুলি সম্যকভাবে অবধারণ করিয়া লইলেন, তারপর প্রণিধান করিয়া ভাবিয়া দেখিলেন। দেখিয়া পরস্পরের মধ্যে ঐ বিষয়ে আলাপ করিতে লাগিলেন ৷ ৭২।
আলাপের পর সেই স্বপ্নগুলির সূচিতার্থের সম্যক্ অবধারণ, ঐ বিষয়ে পরস্পর জিজ্ঞাসাবাদে বিতর্কিত অর্থ, বিতর্কের পর সূচিত অর্থ এবং সর্বশেষে বিনিশ্চিত অর্থ রাজা সিদ্ধার্থের নিকট স্বপ্নশাস্ত্র পাঠ করিয়া করিয়া সিদ্ধার্থ ক্ষত্রিয়কে এই কথা বলিলেন। ৭৩।
ভাে দেবানুপ্রিয়! আমাদের স্বপ্নশাস্ত্রে এইরূপ বিয়াল্লিশ [ সাধারণ ] স্বপ্ন, ত্রিশটি মহাস্বপ্ন, একুনে বাহাত্তর স্বপ্ন দৃষ্ট হইয়াছে। তারমধ্যে, ভাে দেবানুপ্রিয় ! অহৎগণের মাতারা অথবা চক্রবর্তিগণের মাতার যখন তাহাদের কুক্ষিমধ্যে কোনও অহৎ বা চক্রধর প্রবেশ করেন তখন এই ত্রিশটি মহাস্বপ্নের চৌদ্দটি দেখিয়া জাগিয়া উঠেন। ৭৪।
সেই চৌদ্দটি মহাস্বপ্ন এই ! গজ, বৃষভ, সিংহ, অভিষেক, [ পুষ্প-] দাম, শশী, দিনকর, ধ্বজ, কুম্ভ, পদ্মসবােবর, সাগর, বিমানভবন, রক্সোচ্চয় ও অগ্নিশিখা। ৭৫
বাসুদেবেরা গর্ভে প্রবেশ করিবার সময় [ গর্ভধারিণীরা ] এই চৌদ্দটি মহাস্বপ্নের যে-কোনও সাতটি মহাস্বপ্ন দেখিয়া জাগরিত হন। ৭৬ ।
বলদেবেরা, গর্ভে প্রবেশ করিবার সময় বলদেবগর্ভধারিণীরা এই চৌদ্দটি মহাস্বপ্নের মধ্যে যে-কোনও চারিটি দেখিয়া জাগরিত হন। ৭৭ ॥
মালিকগণ গর্ভে প্রবেশ করিবার সময় মালিক-জননীরা এই
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org