________________
জিনচরিত্র
৫৯
করতলে বদ্ধ অঞ্জলির দশ নখ মস্তকে ঠেকাইয়া সিদ্ধার্থ ক্ষত্রিয়কে জয়শব্দে ও বিজয়শব্দে সম্বধ না করিলেন ৷ ৬৭ ॥
তারপর সেই স্বপ্ন-লক্ষণ- পাঠকগণ রাজা সিদ্ধার্থ কর্তৃক বন্দিত, পূজিত, সৎস্কৃত ও সম্মানিত হইয়া প্রত্যেকে পূর্বন্যস্ত ভদ্রাসনগুলিতে উপবেশন করিলেন ৷ ৬৮ ৷৷
তারপর সিদ্ধার্থ ক্ষত্রিয় ত্রিশলা ক্ষত্রিয়াণীকে যবনিকান্তরালে বসাইলেন। বসাইয়া পুষ্প ও ফলে পরিপূর্ণ হস্তে পরম বিনয় সহকারে সেই স্বপ্ন-লক্ষণ-পাঠকদিগকে এইকথা বলিলেন ৷ ৬৯ ॥
ভো দেবানুপ্রিয়গণ! আজ ত্রিশলা ক্ষত্রিয়াণী সেই তাদৃশ শয্যায় শয়ন করিয়া—যে শয্যায় [ শরীর প্রমাণ দীর্ঘ ] আলিঙ্গন বর্তিকা (বা উপাধান) ছিল, [ মাথার দিকে ও পায়ের দিকে ] দুইদিকে উপাধান ছিল, [ মাথার দিকে ও পায়ের দিকে ] দুইদিকে উন্নত ও মধ্যে গভীর [ যে শয্যা ] গঙ্গাপুলিনের বালুকার ন্যায় অবদলনে কোমল, ক্ষৌম দুকূলপট্টে ( অর্থাৎ রেসমী চাদরে ) সমাচ্ছাদিত, সুবিরচিত রজস্ত্রাণে ( অর্থাৎ তোয়ালেতে ) শোভিত, রক্তাংশুক সংবারে ( অর্থাৎ লাল মশারীতে) সংবৃত, স্পর্শে পশুলোম, তুলার গদি বা নবনীতবৎ কোমল এবং উত্তম সুগন্ধি কুসুমচূর্ণের উপচারে আস্তীর্ণ—সেই শয্যায় দুপ্ত - জাগর অবস্থায় ঘুমাইয়া ঘুমাইয়া মধ্য-রাত্র - সময়ে এইরূপ উদার, কল্যাণকর, শুভশংসী, ধন্য, মঙ্গলাকর ও শোভন শ্রীসম্পন্ন চতুর্দশ মহাস্বপ্ন দেখিয়া জাগিয়া উঠেন ॥ ৭० ॥
সেই স্বপ্নগুলি এই ! গঞ্জ, বৃষভ, সিংহ, অভিষেক, [ পুষ্প-]দাম, শশী, দিনকর, ধ্বজ, কুম্ভ, পদ্মসরোবর, সাগর, বিমানভবন, রত্নোচ্চয় ও অগ্নিশিখা ৷ ৭১ ৷৷
তাহা হইলে বলুন ভো দেবামুপ্রিয়গণ ! সেই উদার চতুর্দশ মহাস্বপ্নে কি কি বিশেষ কল্যাণকর ফল সূচনা করিতেছে ? তারপর সেই স্বপ্নলক্ষণপাঠকগণ সিদ্ধার্থ ক্ষত্রিয়ের এই কথা [ কানে ] শুনিয়া ও [ মনে ] বুঝিয়া হৃষ্টচিত্ত, আনন্দিত ও প্রীতি-মনা: হইলেন ।
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org