________________
জিনচরিত্র
৭৯
সরস গােশীষ, রক্তচন্দন ও দদর নামক গন্ধদ্রব্য বঁটিয়া তাহা লইয়া নানাস্থানে পঞ্চাঙ্গুলিযুক্ত করতলের ছাপ দেওয়াও। মঙ্গল-কলস সকল স্থাপন করাও। প্রতি তােরণের ধার-দেশভাগ বন-ঘটে সুশােভিত করাও। ফুলের মালার সঙ্গে ফুলের মালা আলগা করিয়া ও ঘন করিয়া জড়াইয়া মােটা করিয়া সেই মোটা মালা দিয়া সব জায়গা সাজাইবার আদেশ দাও। শ্রেষ্ঠ কালাগুরু, কুন্দুরু, তুরুব্ধ প্রভৃতির সহিত ধূপ পােড়াইয়া সমস্ত নগর সুগন্ধে মহ-মহ করিয়া তােল, আর গন্ধদ্রব্য ছড়াইয়া তাহার সুগন্ধে সমস্ত নগরটিকে একটি গন্ধবর্তিকা তুল্য করিয়া ফেল। নট, নর্তক, জল্প, মল্ল, মুষ্টিক, বিড়ম্বক, কথক, পাঠক, লাসক, অরুক্ষক, লক্ষ, মক্ষ, তৃণবাদক, তুষ-বীণাবাদক এবং তালাচর ও তাহাদের বহু অনুচর নিযুক্ত কর। তারপর যূপ-সহস্র ও মুসল-সহস্র সহ উৎসব আরম্ভ করিয়া দাও। উৎসব আরম্ভ করিয়া দিয়া আমার আদেশ পালন সংবাদ আমার নিকট জ্ঞাপন কর। ১০০। | তারপর সেই কুটুম্বপুরুষগণ রাজা সিদ্ধার্থের নিকট এইরূপ আদেশ পাইয়া হৃষ্টচিত্ত, আনন্দিত, প্রতিমন, পরমসৌমনস্যযুক্ত ও হর্ষবশে বিসারিত-হৃদয় হইয়া করতলে বদ্ধ অঞ্জলির দশনখ মাথায় ঠেকাইয়া ‘যে আজ্ঞা, স্বামি! বলিয়া বিনয়-বচনে তাহার আদেশ গ্রহণ করিল। তারপর কুণ্ডপুর নগরের কারাগার খুলিয়া বন্দিমােচন করিয়া দিল, ওজন ও মাপ বাড়াইয়া দিল। তারপর কুণ্ডপুর নগরের অভ্যন্তরে ও বাহিরে অবস্থিত রাস্তার চৌমাথা, তেমাথা, চতুষ্কোণ, নগরচত্বর, চতুদ্বার গৃহ, রাজপথ প্রভৃতি সকল স্থানেই জলসেচন, সম্মার্জন ও উপলেপন করাইল। বড় বড় রাস্তার মধ্যস্থলে ও দোকানের পথে অসংখ্য মঞ্চ নির্মাণ করাইল এবং সেই মঞ্চগুলিকে নানাবর্ণে বিভূষিত ধ্বজ ও পতাকায় মণ্ডিত করাইল। রঞ্জিত চন্দ্রাতপে সর্বস্থান শােভিত করাইল। [ লাজ-বিকিরণ ও চন্দ্রাতপ উত্তোলন করাইল।] সরস গােশীর্ষ, রক্তচন্দন ও দদর নামক গন্ধ দ্রব্য বটিয় সেই বাটনা লইয়া পঞ্চাঙ্গুলিযুক্ত করতলের ছাপ নানাস্থানে দেওয়াইল। মঙ্গল-কলস স্থাপিত হইল। প্রতি তােরণের দ্বারদেশ ভাগ বন্দনঘটে সুশােভিত করাইল। ফুলের মালার সঙ্গে ফুলের মালা
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org