________________
জিনচরিত্র
৭৩
প্রার্থনার ভাব সংকল্পিত হইয়াছিল । আমার সেই গর্ভ হৃত হইয়াছে, আমার সেই গর্ভ মৃত হইয়াছে, আমার সেই গর্ভ চ্যুত হইয়াছে ; আমার সেই গর্ভ নষ্ট [ গলিত ] হইয়াছে। আমার এই গর্ভ পূর্বে নড়িত, এখন নড়ে না। এই বলিয়া আমার সব মনস্কামনা নষ্ট হইল মনে করিয়া চিন্তা ও শোক সাগরে নিমগ্ন হইয়া করতল-ন্যস্ত ( পর্যন্ত ) মুখী হইয়া কাতর ( আর্ত ) চিন্তায় অভিভূত হইয়া ভূতলে দৃষ্টি নিবদ্ধ রাখিয়া ভাবিতে লাগিলেন । এবং সিদ্ধার্থের রাজভবনে মৃদঙ্গ, বীণা করতাল বাদ্যাদিসহ সঙ্গীতাভিনয় উপরত ( বন্ধ ) হওয়াতে লোকজন নিরুৎসাহ, দীন ও বিমনা হইয়া রহিল ॥ ২॥
তারপর শ্রমণ ভগবান্ মহাবীর মাতার মনোমধ্যে ব্যাকুল প্রার্থনা সংকল্পিত হইয়াছে জানিয়া একপাশে একটু নড়িলেন ৷ ৯৩ ৷
তারপর ত্রিশলা ক্ষত্রিয়াণী তাঁহার সেই গর্ভটি নড়িতেছে, কাঁপিতেছে, চলিতেছে, স্পন্দিত হইতেছে জানিয়া হৃষ্টচিত্তা, আনন্দিতা, প্রীতিসম্পন্না ও পরম সৌমনস্যযুক্ত! হইলেন। হর্যবশে তাঁহার হৃদয় বিসারিত হইল। তিনি বলিলেন : না, না, আমার গর্ভ হৃত হয় নাই ; আমার গর্ভ মৃত হয় নাই ; আমার গর্ভ চ্যুত হয় নাই ; আমার গর্ভ নষ্ট ( গলিত ) হয় নাই । পূর্বে নড়িত না, এখন নড়িতেছে । এই বলিয়া হৃষ্টচিত্তা, আনন্দিতা, প্রীতিসম্পন্না, পরম সৌমনস্যযুক্তঙ্গ ও হর্ষবশে বিসারিতহৃদয়৷ হইয়া এইভাবে ( অর্থাৎ আনন্দে ) কাল কাটাইতে লাগিলেন । তখন শ্রমণ ভগবান্ মহাবীর গর্ভে থাকিয়া এই প্রতিজ্ঞা গ্রহণ করিলেন ; ‘মাতাপিতা জীবিত থাকিতে আমার শিরোমুণ্ডনপূর্বক আগার-বাস ত্যাগ করিয়া অনাগারিত্ব প্রব্রজ্যা গ্রহণ করা উচিত হইবে না৷' ৷ ৯৪ ॥
তারপর ত্রিশলা ক্ষত্রিয়াণী [ প্রত্যহ ] স্নান করেন, [ বাস্তুদেবতাদিগের ] বলিকর্ম করেন, কৌতুককর্ম (অর্থাৎ দূর্বাঙ্কুর, দধি-অক্ষতসর্ষপাদি যোগে মঙ্গলাচরণ) এবং প্রায়শ্চিত্ত (অর্থাৎ দুঃস্বপ্নাদি দোষ
O. P. 93-10
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org