________________
৪৫
জিনচরিত্র তুলার গদি বা নবনীতবৎ কোমল এবং উত্তম সুগন্ধি কুসুমচূর্ণের উপচারে আস্তীর্ণ; সেই শয্যায় সুপ্ত-জাগর অবস্থায় ঘুমাইয়া ঘুমাইয়া মধ্যরাত্রে এইরূপ উদার (অর্থাৎ মহৎ), কল্যাণকর, শুভশংসী, ধন্য, মঙ্গলকর ও শোভনশ্ৰীসম্পন্ন চতুর্দশ মহাস্বপ্ন দেখিয়া জাগরিত হই। সেই স্বপ্নগুলি এই :
গজ, বৃষভ, সিংহ, অভিষেক, [ পুষ্প- ] দাম, শশী, দিনকর, ধ্বজ, কুম্ভ, পদ্মসরােবর, সাগর, বিমানভবন, রত্নোচ্চয় ও অগ্নিশিখা।
তা বল স্বামি। এই চতুর্দশ উদার মহাস্বপ্নে কি কি বিশেষ কল্যাণকর ফল সূচনা করিতেছে ? ॥ ৪৯।
তারপর সেই সিদ্ধার্থ রাজা ত্রিশলা ক্ষত্রিয়াণীর নিকটে এই কথা [ কান দিয়া শুনিয়া ও [ ধ্যান দিয়া ] বুঝিয়া হৃষ্টচিত্ত, আনন্দিত ও প্রতিমনাঃ হইলেন। পরম-সৌমন-জন্য হর্ষে তাহার হৃদয় বিসারিত হইয়া উঠিল। [ বৃষ্টি- ] ধারায় আহত সুরভি নীপকুসুমের পুলকিত চঞ্চুর ন্যায় তাহার লােমকূপসকল উচ্ছ্বসিত হইয়া উঠিল। তিনি স্বপ্নগুলি অবধারণ করিলেন। তারপর [ ঐ বিষয়ে ] চিন্তামগ্ন হইলেন। তারপর আপনার স্বাভাবিক বুদ্ধি ও বিচারশক্তিপ্রভাবে ঐ সকল স্বপ্নের সূচিতাৰ্থ নির্ণয় করিলেন। তারপর ত্রিশলা ক্ষত্রিয়াণীকে সেই ইষ্ট, কান্ত, মনোজ্ঞ, মনােরম, উদার, কল্যাণকর, শুভ, ধন্য, মঙ্গলাকর, শ্ৰীসম্পন্ন, হৃদয়গ্রাহ, হৃদয়-প্রাদন, মিত-মধুর-মঞ্জুল ভাষায় আলাপ করিতে করিতে এই কথা বলিলেন। ৫০। | ওগাে দেবানুপ্রিয়ে! নিশ্চয়ই অতি উদার তােমার দেখা এই স্বপ্নগুলি। ওগো দেবানুপ্রিয়ে! নিশ্চয়ই কল্যাণকর তােমার দেখা এই স্বপ্নগুলি। নিশ্চয়ই শিব, ধন্য, মঙ্গলাকর, শ্ৰীসম্পন্ন, আরােগ্য-তুষ্টিদীর্ঘায়ুত্ব-বিধায়ক এবং অশেষ কল্যাণ ও মঙ্গলের সূচক তােমার দেখা এই স্বপ্নগুলি। ওগাে দেবানুপ্রিয়ে ! অর্থলাভ [ সূচিত হইতেছে ], ওগাে দেবানুপ্রিয়ে ! ভােগলাভ [ সূচিত হইতেছে ], ওগাে দেবানুপ্রিয়ে! পুত্রলাভ, সৌখ্যলাভ ও রাজ্যলাভ [ সূচিত হইতেছে ]। তাহার ফলে তুমি নিশ্চয়ই পূর্ণ নয় মাস ও সাড়ে সাত রাত্রি-দিন গত
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org