________________
জিনচরিত্র। হইলে আমাদের কুলকেতু, আমাদের কুলপর্বত (অর্থাৎ শ্রেষ্ঠ ), আমাদের কুলচূড়ামণি, আমাদের কুলতিলক, আমাদের কুকীর্তিকারক, কুলদিবাকর, কুলাধার, কুলানন্দকর, কুলযশস্কর, কুলপাদপ, কুলবিবধন, সুকুমার হস্ত-পদ-বিশিষ্ট, পঞ্চ ইন্দ্রিয় ও দেহের হীনতা বা মুনতাবিহীন, সুলক্ষণ ও শুভব্যঞ্জক গুণযুক্ত, দৈর্ঘ্য, উচ্চতা, ওজন প্রভৃতিতে প্রমাণানুরূপ, সর্বাঙ্গসুন্দর, শশীর ন্যায় সৌম্য, কান্ত, প্রিয়দর্শন এবং সুরূপ একটি পুত্রসন্তান প্রসব করিবে । ৫১।
তারপরু সেই বালকের বাল্য গত হইলে [ ধীরে ধীরে ] সে বয়ােজ জ্ঞান ও [ সর্বাঙ্গের ] মাত্রায় পরিণত যৌবন লাভ করিবে। যৌবন প্রাপ্তি হইলে সে শূর, বীর ও বিক্রমশালী হইবে এবং বিস্তীর্ণ, বিপুল বল-বাহনাদিসহ রাজ্যের অধীশ্বর ও রাজা হইবে ॥ ৫২।
সুতরাং ওগো দেবানুপ্রিয়ে! নিশ্চয়ই অতি উদার তােমার দেখা স্বপ্নগুলি। এই বলিয়া দুইবার, তিনবার হাঁকিলেন। তারপর সেই ত্রিশলা ক্ষত্রিয়াণী সিদ্ধার্থ রাজার নিকট এই কথা [ কান দিয়া ] শুনিয়া ও [ মন দিয়া ] বুঝিয়া হৃষ্টচিত্তা, আনন্দিতা, প্রীতিযুক্তা, পরম-সৌমনসম্পন্ন, হর্ষবশে প্রসারিতহৃদয়া, [ বৃষ্টি-] ধারায় আহত কদম্ববৎ উচ্ছসিতলোমকূপা করতলে বদ্ধ অঞ্জলির দশ নখ মস্তকে ঠেকাইয়া এই কথা বলিলেন । ৫৩।
“এ কথা যথার্থ, ওগাে স্বামিন! এ কথা প্রকৃত, ওগো স্বামি! এ কথা সত্য, ওগাে স্বামি ! ইহাতে সন্দেহ নাই, ওগাে স্বামি ! ইহাই অতীতি, ওগো স্বামি ! ইহাই প্রত্যভীতি, ওগাে স্বামি ! তুমি যাহা বলিলে তাহাই ইহার যথার্থ সূচিতার্থ।” এই বলিয়া তিনি স্বপ্নগুলি সম্যক্রূপে বরণ করিয়া লইলেন। স্বপ্নগুলি বরণ করিয়া লইয়া রাজা সিদ্ধার্থের অনুমতি লইয়া নানা-মণিরত্নখচিত, চিত্ৰশােভিত ভদ্রাসন হইতে উঠিলেন। উঠিয়া অত্বরিত, অচপল, অবিল,
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org