________________
৬৮/০
রচনা করিয়াছিলেন। ইহাদের নাম ভদ্রবাহু ছিল কি-না, বলা যায় না। কিন্তু ভদ্রবাহু নামে যে আর একজন জৈন সাধু ছিলেন, তাহার প্রমাণ পাওয়া গিয়াছে। দ্রাবিড়-সঙ্ঘের দিগম্বরদিগের পট্টাবলীতে কুকুন্দ নামে একজন জৈন স্থবিরের নাম পাওয়া যায়। ইনি খ্রস্টীয় প্রথম শতকের লােক, এবং অনেক জৈন গ্রন্থের প্রণেতা। ইনি ভদ্রবাহুর শিষ্য বলিয়া আত্মপরিচয় দিয়াছেন। কিন্তু খ্রীস্টপূর্ব চতুর্থ শতকের ভদ্রবাহু খ্রস্টীয় প্রথম শতকের কুলকুন্দ স্থবিরের গুরু হইতে পারেন
। সুতরাং, ভদ্রবাহু নামে একাধিক জৈন দিগম্বর স্থবিরের অস্তিত্বের ইঙ্গিত পাওয়া যাইতেছে।
ভদ্রবাহু গৃহী ছিলেন না; দিগম্বর * সন্ন্যাসী ছিলেন। সংসারের সহিত যাহার কোনও সম্পর্ক ছিল না, তাহার জীবনের কাহিনী বেশি কিছু থাকিতে পারে না। পুত্র-পৌত্রাদি তাহার ছিল না ; গুরু-পারম্পর্যে বা শিষ্য-পারম্পৰ্যেই তাঁহার পরিচয় ; তাহার বংশ-পরিচায়ক গােত্রটিও অদ্ভুত। প্রাচীন’ গােত্রে উৎপন্ন বলিয়া তাহার পরিচয়; কিন্তু প্রাচীন গােত্র মানে কি ? এ যেন অনাদি, অনন্ত, স্বয়ংভূ শিবের গােত্র। তাঁহার জন্মকালের বিষয়ে আমরা কিছুই জানি না। জন্মস্থানের বিষয়েও আমরা কিছু জানি না। কেবল তাহার কর্মস্থান মগধ দেশের রাজগৃহে এবং দাক্ষিণাত্যের শ্রাবণ বেলগােলা পাহাড়ে ছিল ইহাই জানিতে পারি। মৌর্য রাজা যখন তাহার শিষ্য ছিলেন, তখন মগধের রাজধানী পাটলীপুত্রেও তাহার যাতায়াত ছিল,অনুমান করা যায়। তাঁহার পুত্ৰকল্প অভিন্ন চারিজন থের শিষ্য ছিলেন,- গােদাস, অগ্নিদত্ত, জনদত্ত ও সােমদত্ত। শিষ্যেরা
*সম্ভবতঃ ভদ্রবাহুর কালে জৈনেরা দিগম্বর ও শ্বেতাম্বর শাখায় বিভক্ত হন নাই।
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org