________________
(৩৬ )
সহিত জীবনের স্রোত যখন অভিন্ন-গতিতে মিশিয়া যায়, তখন জীব কালগত [ পালি ‘কালকত’] হয়। কাল অনন্ত ; সময় বিচ্ছিন্ন । চির প্রবহমাণ কালের ক্ষুদ্রতম অংশকে সময় বলে ।
‘ওসপ্পিণী’ শব্দের টীকা দ্রষ্টব্য ৷
সংস্কৃত সাহিত্যে কাল ও সময় শব্দের ব্যবহার : কাব্যশাস্ত্র বিনোদেন কালো গচ্ছতি ধীমতাম্, ন পুনর্জীবিতঃ কশ্চিৎ কালধর্মমুপাগতঃ। কাল বিলংবিত-ফলৈঃ কাল কাল্যা ভুবনফলকে ক্রীড়তি প্রাণিসারৈঃ। নিনায় স মনোরথেঃ। কালচক্র, কালসন্ধি, কালগ্রংথি ( = বৎসর ) কালগ্রাস, কালযাপন, কালাতিপাত, কালক্বৎ ( = সূর্য ), কাল
স্রোত ৷
সত্যবাদী যুধিষ্ঠির করেছে সময় ৷ ত্রয়োদশ বৎসর যাবৎ পূৰ্ণ নয় ৷
তাবৎ হস্তিনা না আসিবে কদাচন । মহাভারত । তার সময় হ’য়েছিল, চ'লে গেছে, আর দুঃখ ক'রে কি হবে ? একি তোমার মানের সময় ? — সম্মুখে বসন্ত। বাঙ্গালা গান | ““তেণং কালেণ তেণং সমএণং”–এই পদ-স্তবকের ইংরেজি অনুবাদ য়াকোবি করিয়াছেন — In that period, in that age. বিশিষ্ট ভাব-প্রকাশক ভাষার অভাবে আমি বাঙ্গালা অনুবাদ করিলাম—“সেই কালে, সেই সময়ে।”
কালগ, কালয় [ কালক ] কালকাচার্য । গর্দভিল্ল রাজার [ ৬১ খ্রীস্ট পূঃ ] সমসাময়িক । থে
কারেমাণে [ কার্যমাণঃ ] কার্যমাণ । ১৪
কাসব [ কাশ্যপ ], স্থবির নাম, গোত্র নাম, কাসবিজ্জিয়া [কাশ্যপীয়া] শাখার নাম । থে ১, ৩, ৫, ১০, ১২, ১৩
কাসী [ কাশী ] কাশী, নগরবিশেষ। ১২৮ কিচ্চা [ ক্বত্বা ] করিয়া ৷ সা ১২ কিংচি [ কিঞ্চিৎ ] কিঞ্চিৎ। সা ৩০, ৪৭ কিটিত্তা [ কীর্তয়িত্বা ] কীর্তন করিয়া, প্রচার করিয়া ।
Jain Education International
For Personal & Private Use Only
সা ৬৩
www.jainelibrary.org