________________
জিনচরিত্র পরম সৌমনস্তযুক্তা, হর্ষবশে প্রসারিত-হৃদয় ও [বৃষ্টি-] ধারাহত কদম্ববৎ সমুচ্ছসিত-লােমকুপ হইয়া করতলে বদ্ধ অঞ্জলির বিসারিত দশ নখ মস্তকে ঠেকাইয়া এই বলিলেন ॥ ১২।
এ কথা যথার্থ, দেবানুপ্রিয়! এ কথা প্রকৃত, দেবানুপ্রিয়! এ কথা সত্য দেবানুপ্রিয় ! ইহাতে সন্দেহ নাই, দেবানুপ্রিয়! ইহাই অভীতি, দেবানুপ্রিয়! ইহাই প্রত্যভীষ্পিত, দেবানুপ্রিয় ! তুমি যাহা বলিলে তাহাই ইহার যথার্থ লক্ষিত অর্থ, দেবপ্রিয় !—ইত্যাদি বলিয়া সেই স্বপ্নগুলি সম্যকরূপে বরণ করিয়া লইলেন। স্বপ্নবরণের পর ঋষভদত্ত ব্রাহ্মণের সঙ্গে উদার মনুষ্য-ভােগ্য নানা ভােগ উপভােগ করিতে লাগিলেন। ১৩।
সেইকালে সেইসময়ে দেবশ্রেষ্ঠ, দেবরাজ, বজ্ৰপাণি, পুরন্দর, শতক্রতু সহস্রাক্ষ, মঘবান, পাকশাসন শক্র [ ছিলেন ] দক্ষিণাংলােকাধিপতি, বত্রিশ লক্ষ বিমান-ভবনের অধিপতি, ঐরাবত-বাহন, সুরেন্দ্র ও রজোহীন আকাশের ন্যায় বস্ত্রধারী, [ পুষ্প- ] মাল্যে ভূষিত তাহার মুকুট, গণ্ডে তাহার [ চিত্রপট-বৎ] ঝুলিতেছে চিত্ত-চঞ্চলকর কাচা সােনায় নির্মিত কুণ্ডল। [ তিনি অতিশয় ঋদ্ধিসম্পন্ন, অতিশয় দীপ্তিশালী, মহা বলবাম, অশেষ কীর্তিশালী, মহামহিম ও পরম সৌখ্যসম্পন্ন। ] তিনি ভাস্বরদেহ ও প্রলম্বমান বনমালায় বিভূষিত। তিনি ছিলেন সৌধর্ম কল্পলােকে সৌধর্মাবতংস নামক বিমানে এবং সুধর্মা নামক রাজসভায় শক্রের জন্য নির্দিষ্ট সিংহাসনে সমাসীন। বত্রিশ লক্ষ বিমানলােকবাসী চৌরাশি সহস্র সমান মর্যাদা ও সমান আয়ুঃসম্পন্ন বিমানবাসী, তেত্রিশ ত্রিদশ (ত্রয়স্ত্রিংশক), চারি লােকপাল, সপরিবার অষ্ট অগ্রমহিষী, (বাহ, মধ্য ও আভ্যন্তর) তিনটি পরিষদ, সপ্ত অনীক, সপ্ত অনীকপতি, চুরাশি হাজার সৈন্তে গঠিত আত্ম রক্ষক দেবসেনা এবং আরও অসংখ্য সৌধর্ম-কল্পবাসী দেব ও দেবীগণের উপর আধিপত্য, পুরােবর্তিত্ব, প্রভুত্ব, প্রতিপালকত্ব, মহত্তরকত্ব, আদেশ-কতৃত্ব ঈশ্বরত্ব ও সেনাপতিত্ব করিয়া পালন করিতেন। [ এইরূপে ] আখ্যান-নাটক, গীতবাদ্য, বীণা, করতাল, তুড়ী, ঘনমৃদঙ্গ,
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org