________________
জিনচরিত্র কারণে নাম, গােত্র বা কর্ম ক্ষয় করিতে বা জয় করিতে না পারার ফলে হয়তাে কোনও অহং বা চক্রবর্তী বা বলদেব বা বাসুদেব কখনও কোনও অন্ত্যকুলে, প্রান্ত (বা নিম্ন ) কুলে, তুচ্ছকুলে, দরিদ্রকুলে, কৃপণকুলে বা ভিক্ষুককুলে আসিয়াছেন, আসিয়া থাকেন বা আসিবেন। কিন্তু তাহারা কখনও (ঐ-সকল নীচকুলে) যােনিজন্ম দ্বারা নিষ্ক্রান্ত হন নাই, হন না বা হইবেন না । ২৩।
এখন ওই শ্ৰমণ ভগবান্ মহাবীর জম্বুদ্বীপ নামক দ্বীপে (অর্থাৎ মহাদেশে ) ভারতবর্ষ নামক বর্ষে (অর্থাৎ দেশে ) ব্রাহ্মণ কুণ্ডগ্রাম নগরে কোড়ালগােত্রীয় ঋষভদত্ত নামক ব্রাহ্মণের ভার্যা জালন্ধর গােত্রীয়া দেবানন্দা ব্রাহ্মণীর কুক্ষিতে গভরূপে অবস্থান করিতেছেন ॥ ২৪ |
এরূপ ক্ষেত্রে অতীত, বর্তমান ও অনাগত এই তিন কালের দেবশ্রেষ্ঠ ও দেবরাজ শদিগের সনাতন রীতি এই যে তাহারা ঐ প্রকার অন্ত্যকুল হইতে, প্রান্তকুল হইতে, তুচ্ছকুল, কৃপণকুল, দরিদ্ৰকুল, ভিক্ষুককুল বা ব্রাহ্মণকুল হইতে ঐ প্রকার উচ্চকুলে, ভােগৈশ্বর্যসম্পন্নকুলে, রাজকুলে, [ জ্ঞাতৃ- ক্ষিত্রিয়কুলে, ইক্ষাকুকুলে, হরিবংশকুলে বা ঐ প্রকার অন্য কোনও জাতিবিশুদ্ধ কুলে বা বংশে স্থানান্তরিত করেন ॥২৫।
সুতরাং তুমি ব্ৰাহ্মণকুণ্ড গ্রাম নগরে যাও। সেখানে শ্ৰমণ ভগবান মহাবীরকে কোড়াল-গােত্রীয় ঋষভদত্ত ব্রাহ্মণের ভার্যা জালন্ধরগগাত্রীয়া দেবানন্দা ব্রাহ্মণীর কুক্ষি হইতে ক্ষত্রিয় কুণ্ডগ্রাম নগরে জ্ঞাতৃক্ষত্রিয় কাশ্যপ গােত্রীয় সিদ্ধার্থের বাশিষ্ঠ-গােত্ৰীয়া ভার্যা ত্রিশলার কুক্ষিতে গৰ্ভরূপে স্থানান্তরিত করিয়া (সামলাইয়া) রাখ ; আর সেই ত্রিশলা ক্ষত্রিয়াণীর কুক্ষিতে (গর্ভে) যে আছে তাহাকে জালন্ধর-গােত্রীয়া দেবানন্দা ব্রাহ্মণীর
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org