________________
১৭
জিনচরিত্র অহৎগণ, চক্রবর্তিগণ, বলদেবগণ ও বাসুদেবগণ নিশ্চয়ই উগ্র ( অর্থাৎ উচ্চ) কুলে ভোগ-( অর্থাৎ ভােগশ্বর্যসম্পন্ন) কুলে, রাজকুলে, ইক্ষাকুকুলে, ক্ষত্রিয়কুলে, হরিবংশকুলে অথবা ঐ প্রকার অন্য কোনও জাতি-বিশুদ্ধ কুলে ও জাতি-বিশুদ্ধ বংশে আসিয়াছেন (অর্থাৎ জন্ম লইয়াছেন), আসেন বা আসিবেন ॥ ১৮।
অথবা অন্তহীন অবসর্পিণী ও উৎসর্পিণী [ কাত্যাত্মক ] কালপ্রবাহে এরূপ লােকশ্চর্য-ভূত ব্যাপার ঘটিতেও পারে। কোনও অজ্ঞাত কারণে গােত্র, নাম, বা কর্ম ক্ষয় করিতে বা জয় করিতে না পারার ফলে হয়তাে কোনও অহৎ বা চক্রবর্তী বা বলদেব বা বাসুদেব কখনও কোনও অজ (অর্থাৎ চণ্ডাল ) কুলে, প্রান্ত (বা নিম্ন ) কুলে, অথবা তুচ্ছকুলে, দরিদ্ৰকুলে, কৃপণ [ বা ব্রাহ্মণ ] কুলে আসিয়াছেন, আসিয়া থাকেন বা আসিবেন এবং কুক্ষিমধ্যে গর্ভরূপে অধিষ্ঠিত হইয়াছেন, হইয়া থাকেন বা হইবেন। কিন্তু নিশ্চয়ই তাহারা কখনও (ঐ সকল নীচকুলে) যােনি-জন্ম দ্বারা নিষ্ক্রান্ত হন নাই, হন না বা হইবেন না ॥ ১৯
এখন ঐ শ্ৰমণ. ভগবান্ মহাবীর জম্বুদ্বীপ নামক দ্বীপে ( অর্থাৎ মহাদেশে) ভারতবর্ষ নামক বর্ষে (অর্থাৎ দেশে ) ব্রাহ্মণ-কুণ্ডগ্রাম নগরে কোড়ালগােত্রীয় ঋষভদত্ত নামুক ব্রাহ্মণের ভার্যা জালন্ধর গােত্রীয়া দেবানন্দা নাম্নী ব্রাহ্মণীর কুক্ষিমধ্যে ভরূপে অবস্থান করিতেছেন। ২০।
এরূপ ক্ষেত্রে অতীত বর্তমান ও অনাগত এই তিন কালের দেবশ্রেষ্ঠ ও দেবরাজ শক্রদিগের সনাতন রীতি এই যে তাহারা ঐ প্রকার অন্ত্যকুল হইতে, তুচ্ছকুল, দরিদ্ৰকুল, ভিক্ষুককুল বা কৃপণকুল হইতে অহৎ ও ভগবৎদিগকে ঐ প্রকার উচ্চকুলে, ভােগৈশ্বর্যসম্পন্ন কুলে, রাজন্তকুলে, জ্ঞাতৃ-ক্ষত্রিয়কুলে, হরিবংশকুলে অথবা অন্যতর কোনও জাতি-বিশুদ্ধ বংশে বা কুলে [ যাহারা রাজ্যশ্রী ভােগ করিতেছেন ও রাজ্য
| O. P. 93–3।
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org