________________
( ৯৩ ) লয়া—লতা। ৪৪। ললিয়—ললিত। ৬১ লাগ [ “লাসকা রাসকান্ দদতি, জয়শব্দপ্রয়ােক্তারাে বা।” টীকাকার। টীকাকার গোঁজামিল দিয়াছেন। রাসক’ মানে কি ? নৃত্য-বহুল ক্ষুদ্র নাটককে রাসক বলে। সে ‘রাসক’ দেওয়া যায় কেমন করিয়া? বিকল্পে জয় শব্দ প্রয়ােগকারীকে টীকাকার লাসক বলিয়াছেন। স্পষ্টই বুঝা যাইতেছে যে এ বিষয়ে তাহার কোনও স্পষ্ট ধারণা নাই। কিন্তু নর্তক’ অর্থে ‘লাসক আভিধানিক শব্দ, লাসিকা [-নর্তকী] শব্দেরই অধিক প্রয়োগ পাওয়া যায়।] নর্তক। ১০০ লিলিপ্ত। সা ২।
লুৰু সিরণ [ লুপ্ত শিরস্যেন ] উৎপাটিত-কেশ। সা ৫৭ লুখ—রুক্ষ। ৯৫ লুহিয়—[ সূষিত ] ঘষ্ট, মার্জিত। ৬১। লেটু-লেষ্ট, মৃৎপিণ্ড। ১১১
লেণ সুহুমং-[ লয়ন-সূক্ষ্ম-] লয়ন বা আশ্রয় অবলম্বন করিয়া যে সূক্ষ্ম কীট বাস করে, যেমন উইচিংড়ে ; মাটির মধ্যে চষা জমিতে লুকাইয়া থাকে, এইরূপ স্থানকে উইচিংড়ের লয়ন বা আশ্ৰয় বলা যায়। অনেক কীট সূক্ষ্ম আশ্রয় নির্মাণ করিয়া তন্মধ্যে বাস করে। আবার অনেক কীট এক সঙ্গে পুঞ্জীভূত হইয়া বস্ত্রাদিতে সংলগ্ন হয়, ইহাকে ‘থাে’ পড়া বা ‘ছাতা ধর বলে। ইংরেজি mildew. টীকাকার এ সম্পর্কে অনেক লিখিয়াছেন। অটুঠ-সুমাইং’ দ্রষ্টব্য। সা° ৪৪-৪৫।
লেণাণি['<লয়নানি ].লুকাইবার স্থান। সা’ ২৯! •
লেসা, লেখা: মনােবৃত্তিবিশেষকে লেখা বা লেশা বলে। লেশয়তি চালয়তি আহ্বানমিতি লেশা বা লো। এই লেশা আত্মাকে কর্মে প্রণােদিত করে। লেশা ষড়বিধ : (১) কৃষ্ণলেশা, (২) নীললেশা, (৩) কাপােতলেশা, (৪) তেজোলেশা, (৫) পদ্মলেশা, ও (৬) শুরুলেশা। পূর্ব পূর্ব লেশা অপেক্ষা পর পর লেখাগুলি অপেক্ষাকৃত ভালাে। কৃষ্ণলেশা সর্বাপেক্ষা নিকৃষ্ট ও শুকুলেশা সর্বাপেক্ষা উৎকৃষ্ট।
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org