________________
( ১০১ )
দেবতা বা ঈশ্বর মানেন না ৷ স্ব স্ব কর্মফলে দেবতারাও স্ব স্ব গতি প্রাপ্ত হইয়া থাকে । দেবতাদের মধ্যেও শ্রেণীবিভাগ আছে । সকলেই দেব-গতি প্রাপ্ত হয় না। দেবগতি পাইয়াও তাহারা মনুষ্য অপেক্ষা হীন, কারণ মনুষ্যগতি লাভ করিয়া মনুষ্যরূপে জন্মগ্রহণ না করিলে দেবতাদের নির্বাণলাভ হয় না ৷
[ক] দেবতাদের শ্রেণীবিভাগ : নরকবাসী দেবতারা নরকবাসী জীবের দণ্ড দান করে। যাহাদের নাম অশ্ব, তাহারা পাপী জীবের স্নায়ু ছিন্ন করে। যাহাদের নাম অশ্বরস, তাহারা অস্থি ও মাংস বিচ্ছিন্ন করে। রুদ্র যাহাদের নাম তাহারা বর্ণাদ্বারা পাপীর দেহ বিদ্ধ করে। যাহাদের নাম শাম, তাহারা প্রহার করে । শবল যাহাদের নাম তাহারা মাংস ছেঁড়ে। মহারুদ্র যাহারা তাহারা কুচি কুচি করিয়া মাংস কাটে। যাহাদের নাম কাল, তাহারা পাপীর মাংস ঝলসাইয়া দেয়। যাহাদের নাম মহাকাল, তাহারা চিমটা দিয়া মাংস ছেঁড়ে। অসিপাত যাহাদের নাম, তাহারা খড় গাঘাত করে। ‘ধনু’-রা তীরন্দাজ, শরাঘাত করে। ‘বালু’-রা পাপী জীবকে বালুকাচ্ছাদিত করে। বেতরণী-রা বৈতরণীর ফুটন্ত জলে পাপী জীবকে কাপড়-কাচা করিয়া থে তুলায়। ‘খরস্বর’-রা বিকট চীৎকার করিয়া পাপীকে কাঁটাগাছে বসায় ৷ ‘মহাঘোষ’ যাহাদের নাম, তাহারা পাপী জীবকে অন্ধকূপ-সদৃশ কারাগারে অবরুদ্ধ করিয়া রাখে । ইহারা দেবতাদের মধ্যে অতি নিম্ন শ্রেণীর, চণ্ডাল শ্রেণীর বলা যায় ৷ [খ] পাতালবাসী দশবিধ ভবনপতি : [পাতালবাসীরা পীড়নকারী নয় ] :
১। অসুরকুমার : কৃষ্ণকায়, রক্তাম্বর, মুকুটে অর্ধচন্দ্রাকার মণি। ২। নাগকুমার : দুগ্ধশুভ্রবর্ণ, হরিদ্বর্ণ পরিচ্ছদ, মুকুটে নাগের
ফণা ৷
৩। সুবর্ণকুমার : সুবর্ণবর্ণ, শুক্লাম্বর, শকুন-চিহ্নিত মুকুট। ৪। বিদ্যুৎকুমার : রক্তবর্ণ দেহ, হরিদ্বর্ণ পরিচ্ছদ, বজ্র
চিহ্নিত মুকুট ৷
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org