________________
( . ৮০
>
হইবার জন্য সাহায্য করে কাল। সুতরাং পুল জড় পদার্থের পরমাণু বা পরমাণু সমষ্টি।
পোরাণ—পুরাণ ৷ ৮৯
পৌরিসী [ পৌরুষী ] পুরুষের দৈর্ঘ্য বা ঊর্ধ্ব বাহু পুরুষের দৈর্ঘ্যকে পরিমাপ হিসাবে ‘পৌরুষী' বলে। সূর্যালোকে পুরুষের ছায়াকেও ‘পৌরুষী' বলা হয়। ইহার দৈর্ঘ্য ও দিগবিদিকের বিভাগ দ্বারা দিনমানের সময় নির্ণয় করা যায় ৷ ১১৩, ১২০ পোরেবচ্চ—পুরোবর্তিত্ব । ১৪ পোস—পৌষ। ১৫২
পোসহ, পোসধ [ উপবসথ> পোষহ, পোষধ ] একাদশ ব্রত। ২২৮ জৈনদিগের পালনীয় দ্বাদশ ব্রতের মধ্যে একাদশ এত ‘পোসধ’। পূর্ণ অহোরাত্রের মধ্যে কতকগুলি প্রতিজ্ঞা যথার্থভাবে অতীচার বর্জন পূর্বক পালন করিবার ব্রত। ধার্মিক জৈন গৃহীরা প্রতি মাসে চারিদিন পোসধ করিয়া থাকেন : অমাবস্থা, পূর্ণিমা ও দুইটি অষ্টমীতে । অনেকে প্রতি মাসে একদিন পোষধ পালন করেন। পোষধ পালন কালে গৃহীরা একদিনের জন্য সন্ন্যাসী হইয়া পড়েন। এই ব্রত গ্রহণের সঙ্কল্প-বাক্য কতকটা এইরূপ : আমি একাদশ ব্রত পোসধ গ্রহণ করিয়া প্রতিজ্ঞা করিতেছি যে অহোরাত্রের মধ্যে আমি আহার, পানীয়, ফল, সুপারি, মৈথুন, রত্নভূষণ, মাল্যাদি ও চন্দনাদি লেপনে বিরত থাকিব । অসি, যষ্টি বা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করিব না। অহোরাত্র কায়মনোবাক্যে এই ব্রত পালন করিব ; নিজে ইহার অন্যথা করিব না, অন্য কাহাকেও করিতে দিব না। পঞ্চ অতীচার : ১। ভাল করিয়া না দেখিয়া এবং না ঝাড়িয়া আসন গ্রহণ ৷ ২। স্থান পর্যবেক্ষণ না করিয়া মলমূত্র ত্যাগ। ৩। ভাল করিয়া না দেখিয়া কোনও স্থান হইতে দ্রব্য আহরণ ৷ ৪। আবশ্যক কার্যে অনাচার। ৫। শাস্ত্র-পঠন-শ্রবণাদি হইতে বিরতি ।
Jain Education International
ফল্গুণ—ফাল্গুন।
২১২
ফংদমাণ [ স্পন্দমান ] স্পন্দমান ৷ ৯৫
For Personal & Private Use Only
www.jainelibrary.org