________________
৯/০
| সন্ন্যাস-গ্রহণ সংসার ত্যাগ করিয়া সন্ন্যাস আশ্রম গ্রহণ করিবার প্রবল ইচ্ছা বাল্যকাল হইতেই মহাবীর স্বামীর ছিল। কিন্তু প্রথমপ্রথম ইহাতে তঁাহার মাতাপিতার মত ছিল না। পরে, বর্ধমানের একান্ত আগ্রহ দেখিয়া তাহারা অনুমতি দিয়াছিলেন। তথাপি যতদিন তাহারা জীবিত ছিলেন ততদিন বর্ধমান সংসার পরিত্যাগ করেন নাই। তাঁহাদের পরলােকগমনের পর বর্ধমান তাহার অগ্রজ নন্দিবর্ধনের অনুমতি প্রার্থনা করিলে তিনি এক বৎসর অপেক্ষা করিতে বলেন ; কেননা, পিতৃবিয়ােগের সঙ্গে সঙ্গে বর্ধমান সংসার ত্যাগ করিলে লােকে তাহাদের উপর ভ্রাতৃবিরােধের কলঙ্ক আরােপ করিতে পারিত। সেইজন্য, জ্যেষ্ঠ ভ্রাতা নন্দিবর্ধন, পত্নী যশােদা, জ্যেষ্ঠা ভগিনী সুদর্শনা ও কুটুম্বগণের সম্মতি লইয়া ত্রিশ বর্ষ বয়ঃক্রমকালে [ ৫৭-৫৬৯ খ্রস্টপূর্বাব্দে ] অগ্রহায়ণ মাসে কৃষ্ণা দশমী তিথিতে উত্তরফনী নক্ষত্রে বিজয়-মুহূর্তে চন্দ্রপ্রভা নামক শিবিকায় আরােহণ করিয়া বহু লােকজন, মুনিঋষি, শ্ৰমণ-ভিক্ষু, দেবঅসুর কতৃক পরিবৃত ও অনুসৃত হইয়া বাদ্যভাণ্ড সহকারে নগর পরিক্রমণ করিয়া কুণ্ডনগরের বহির্ভাগে ষ-বন নামক উপবনে অশােকবৃক্ষমূলে তিনি উপনীত হইলেন। সেখানে শিবিকা হইতে অবরােহণ করিয়া সমস্ত রত্নভূষণাদি দান করিয়া অনুচরবর্গকে বিদায় করিলেন। তারপর অন্যের সাহায্য না লইয়া নিজেই পাঁচ মুষ্টিতে মস্তকের সমস্ত কেশ ছিড়িয়া ফেলিলেন। তারপর নিরস্তু-ষষ্ঠ-ভক্ত ব্ৰত [ অর্থাৎ, প্রতি তৃতীয় দিবসে একবার করিয়া নিরন্থ আহার গ্রহণের ব্রত ] অবলম্বন করিয়া অনাগারিত্ব গ্রহণ করিলেন।
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org