________________
(
২৯ )
দেন। কেবল জ্ঞানবলে তিনি জানিতেন যে অতঃপর কল্পবৃক্ষ গুলি থাকিবে না, নরনারীকে আত্মনির্ভরশীল হইতে হইবে। ঋষভদেব জগতে রাজনীতি প্রবর্তন করেন এবং নিজে একটি রাজ্য স্থাপন করেন। তাহার কন্যা ব্রাহ্মী বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী অষ্টাদশ লিপি প্রচার করেন : তুর্কী, নাগরী, ফারসী, উৎকলী, দ্রাবিড়ী, কন্নড়ী প্রভৃতি। গুজরাটী ও মরাঠী অক্ষর পরবর্তী যুগে উদ্ভূত হয়,–এ যুগে নহে।। | দুঃসম-সুষম যুগ ৪২০০০ বৎসর কম কোটি-কোটি সাগরােপমকাল স্থায়ী। মানুষের উচ্চতা সহস্র গজ পরিমিত। পঞ্জরে অস্থিসংখ্যা ৩২। আয়ু এক কোটি পূর্ব। পুরুষ প্রতিদিন ৩২ মুষ্টি বা গ্রাস ও নারী ২৮ মুষ্টি আহার করে। ২৩ জন জৈন তীৰ্থকর এইযুগে আবির্ভূত হন। ১১ জন চক্রবর্তী, নয়জন বলদেব, নয়জন বাসুদেব ও নয়জন প্রতি-বাসুদেব এই যুগে অবতীর্ণ হন। এযুগে যাহারা জন্মগ্রহণ করিত, তাহারা সকলে দেবলােকে যাইত না। দেবগতি, মনুষ্যগতি, তির্যগ্গতি ও নারকগতি -এই চারি গতির কোনও একটি গতিতে পুনর্জন্ম হইতে পারিত। কেহ কেহ সিদ্ধরূপে জন্মগ্রহণ করিতেন।
দুঃসম যুগ দুঃখের যুগ,“আমরা এই যুগে বাস করি। আয়ুষ্কাল ১২৫ বৎসরের অধিক নহে। উচ্চতা ৭ হাতের অধিক নয়। পঞ্জরে অস্থিসংখ্যা ১৬। শ্ৰীবীরনির্বাণের তিন বৎসর পর হইতে এই যুগ আরব্ধ হইয়াছে এবং ২১০ ০০ বৎসর থাকিবে। কোনও তীর্থংকর এ যুগে আবিভূর্ত হইবেন না। অন্তত একবার জন্মান্তর ব্যতীত কেহ ' মোক্ষ লাভ করিবে না। যে কাল অতীত হইয়াছে তাহার তুলনায় ভবিষ্যৎ কাল অধিকতর দুঃখকর হইবে। এ যুগের সর্বশেষ নিগ্রন্থ হইবেন দুপ্পসহ সূরী, সর্বশেষ নিগ্রন্থী ফর্শ, সর্বশেষ । উপাসক নাগিল এবং সর্বশেষ উপাসিকা সত্যশী। ইহার পর জৈন ধর্ম না থাকিতে পারে। | দুঃসম-দুঃসম যুগ ২১০০০ বৎসর স্থায়ী হইবে। মানুষের আয়ু ১৬ বা ২০ বৎসর হইবে। মানবদেহের উচ্চতা এক হাত হইবে।
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org