________________
(9)
আষাঢ়ের শুক্ল পক্ষ । জৈনশাস্ত্রে বৎসর তিন ঋতুতে বিভক্ত : গ্রীষ্ম, বর্ষা, হেমন্ত। প্রতি ঋতুতে চারি চান্দ্র মাস। চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ ও আষাঢ় এই চারি মাসে গ্রীষ্ম ঋতু। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক এই চারি মাসে বর্ষা। অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন,
হেমন্ত। ২
অট্ঠিসুহাএ [ অস্থিসুখয়া। 'অস্তি' স্থানে ‘অশ্বি’ ও ‘অস্থি’ স্থানে ‘সংবাহণাএ’ পদের বিশেষণ।
‘অট্ঠি’ হয়। ] অস্থি-সুখকর । ‘সংবাহন’ অঙ্গসমূহে সুখকর চাপ । হাত-পা টেপা ৷ ৬০
অট্ঠিয়া [ অস্থিতাঃ ] অস্থির, চঞ্চল । ‘কুস্থ’ নামক সূক্ষ্ম জীব স্থির থাকিলে দৃষ্টিগোচর হয় না, চঞ্চল হইলে দৃষ্টিগোচর হয়। ১৩২। সা ৪৪
অঠিয়গাম [ অস্থিক গ্রাম ] অস্থিক গ্রাম । কথিত আছে এই গ্রামে এক যক্ষ বাস করিত। তাহার ভুক্ত জীব-জন্তুর অস্থি পুঞ্জীভূত হইলে সেই অস্থিপুঞ্জের উপর যে গ্রাম প্রতিষ্ঠিত হয়, তাহাই অস্থিকগ্রাম। ‘বধৰ্মান’ ইহার অপর নাম। রাঢ় দেশে এই গ্রাম ছিল । মহাবীর স্বামী ভিক্ষুরূপে এই অঞ্চলে পরিভ্রমণ করিয়াছিলেন। ১২২
অড্ঢ [ অধ ́ ] অর্ধ, আধ। ১৪, ১৫।
অড্ঢাইজ্জেস্থ দীবেদু [ অধ তৃতীয়েষু দ্বীপেষু ] আড়াই দ্বীপে বা মহাদেশে। কল্পলোক ও মর্ত্যলোকের মধ্যে তির্যগুলোকের অবস্থান ৷ এই তির্য্যগুলোকে আড়াইটি দ্বীপ বা মহাদেশ আছে ৷ প্রত্যেক দ্বীপে ‘মহাবিদেহ’ নামে এক একটি গুপ্ত দেশ আছে। তির্যগুলোকে যাঁহারা যান তাঁহারা পরজন্মের পর বিমানলোকে যাইবার অধিকারী।
১৪২, ১২২
অণংতে অনুত্তরে নিব্বাঘাত্র নিরাবরণে কসিণে পড়িপুন্নে কেবল-বর-নাণ-দংসণে সমুপপন্নে : [ টীকা : “অনন্তম্ অনস্তাৰ্থবিষয়ত্বাৎ ; অনুত্তরম্ সর্বোত্তমত্বাৎ, ; নির্বাঘাত কট-কুট্যাদিভির অপ্রতিহতত্ত্বাৎ; নিরাবরণং ক্ষায়িকত্বাৎ; কংনং সকলার্থগ্রাহকত্বাৎ ; পড়িপুন্নে ঃ প্রতি পূর্ণং সকল-স্বাংশ সহিতত্বাৎ ; কেবলম্ অতএব বরং জ্ঞানং দর্শনং চ ততঃ প্রাকৃপদাভ্যাং কর্মধারয়ঃ ; তত্র জ্ঞানং বিশেষাববোধ
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org