________________
৭০
সুমেতশিখর বা পরেশনাথ পাহাড়ে ইনি পরিনির্বাণ লাভ করেন।
৩। তৃতীয় ও সংভবনাথ : ইনি এবং ইহার পরবর্তী সকল তীর্থংকরই দুঃসম-সুষম যুগে আবিভূত হইয়াছিলেন। দুর্ভিক্ষ ও মহামারীর প্রকোপ-কালে ইহার জন্ম হয় এবং সঙ্গে সঙ্গে দুর্ভিক্ষ ও মহামারীর অবসান ঘটে। এই শুভ সংঘটনের জন্য তাহার নাম হয় সংভব। ইহার পিতা জিতারি শ্রাবস্তীর রাজা ছিলেন। মাতার নাম সেনা। শাল্মলী তরুতলে ইহার সিদ্ধিলাভ হয়। অশ্ব ইহার চিহ্ন। সুমেতশিখর বা পরেশনাথ পাহাড়ে ইনি পরিনিত হন।
৪। অভিনন্দন : ইনি কোশলদেশীয় বনিতানগরের রাজা সম্বর ও রাণী সিদ্ধার্থার পুত্র। ইনি জন্মগ্রহণ করিবামাত্র স্বর্গ হইতে দেবরাজ ইন্দ্র ইহাকে অভিনন্দিত করিবার জন্য আসিয়াছিলেন বলিয়া ইহার নাম হয় অভিনন্দন। সরলবৃক্ষতলে ইনি সিদ্ধিলাভ করেন। ইহার চিহ্ন বানর। সুমেতশিখর বা পরেশনাথ পাহাড়ে ইহার পরিনির্বাণ ঘটে। | ৫। সুমতিনাথ : ইনি কংকণপুরের রাজা মেঘরথ এবং রাণী সুমংগলার পুত্র। ইনি গর্ভে থাকিবার সময়ে ইহার মাতার বুদ্ধি প্রখর হইয়াছিল বলিয়া ইহার নাম হয় সুমতি। কথিত আছে যে পরলোকগত একজন ব্রাহ্মণের দুই পত্নীর মধ্যে একমাত্র পুত্রের দখল লইয়া বিবাদ হয়। রাণী সুমংগলা তাহার বিচার করিয়া দেন। তিনি আদেশ করেন । ছেলেটিকে করাত দিয়া কাটিয়া সমান ভাগে ভাগ করিয়া দু’জনকে দেওয়া হউক। ছেলেটির প্রকৃত মাতা এ প্রস্তাবে ভয়ানক আপত্তি করায় তাহাকেই যথার্থ মাতা বলিয়া সিদ্ধান্ত করা
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org