________________
৭
%।
তীর্থংকর নেমিনাথ এই কুলে জন্মগ্রহণ করেন। অন্যান্য তীর্থংকরগণ সকলেই ইক্ষাকুবংশসম্ভব ।
২১। নমিনাথ : মথুরার রাজা বিজয় এবং রাজ্ঞী বিপ্রার পুত্র। রাজা বিজয় শত্রুগণের সহিত যুদ্ধে পুনঃ পুনঃ হতাশ হইয়া পড়ায় জ্যোতিষাচার্যগণ বলেন যে যদি রাজ্ঞী দুর্গপ্রাচীরে উঠিয়া শত্ৰুদিগের দিকে তাকাইতে পারেন তবে শত্রুরা নমিত হইয়া ভয়ে পলাইয়া যাইবে। ফলে তাহাই ঘটিয়াছিল। এইজন্য তাঁহার পুত্রের নাম নমিনাথ। বিহু বৃক্ষমূলে সিদ্ধিলাভ। চিহ্ন নীল পদ্ম বা দিগম্বরমতে অশােক তরু। নির্বাণস্থান সুমেশিখর।
২২। নেমিনাথ : সূর্যপুর বা সৌরিকপুরের হরিবংশােদ্ভূত রাজা সমুদ্রবিজয় ও রাজ্ঞী শিবার পুত্র। অন্তঃসত্ত্বা শিবা দেবী স্বপ্নে অরিষ্ট-নেমি বা রত্ন-চক্র দেখিয়াছিলেন বলিয়া পুত্রের নাম অরিষ্টনেমি বা সংক্ষেপে নেমি। কৃষ্ণ ও বলরামের পিতা বসুদেব সমুদ্রবিজয়ের ভ্রাতা ছিলেন। মেঘশৃঙ্গমূলে সিদ্ধিলাভ। চিহ্ন শঙ্খ। নির্বাণস্থান গির্নার। | কেশব [ কৃষ্ণ ] তাঁহার খুল্লতাত-পুত্র রাজকুমার অরিষ্টনেমির পত্নীরূপে রাজকন্যা রাজীমতীকে নির্বাচন করেন। রাজকুমার অরিষ্টনেমি মহাসমারােহে বিবাহ করিতে যান। কিন্তু পথে যাইতে যাইতে জানিতে পারেন যে তাহার বিবাহের ভােজ অসংখ্যপ্রাণী হত্যা করা হইবে। ইহা দেখিয়া তাহার মন ঘুরিয়া যায় এবং তিনি সংসার ত্যাগ করিয়া অনাগরী হন। এ সংবাদ পাইয়া রাজীমতী উচ্চৈঃস্বরে কঁদিয়া ফেলেন এবং পরে সংসার ত্যাগ করিয়া নিগ্রন্থী হন। উত্তরাধ্যয়ন’ গ্রন্থে রথনেমি ও রাজীমতীর উপাখ্যান বিবৃত হইয়াছে ! রথনেমি ও রাজীমতীর
* এই গ্রন্থের অবতরণিকা ২০-২/• পৃষ্ঠা দ্রষ্টব্য।
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org