________________
9110
১৭। কুস্থ নাথ : গজপুরী বা হস্তিনাপুরীর রাজা শিবরাজ ও রাজ্ঞী শ্রীদেবীর পুত্র। অন্তঃসত্ত্বা রাজ্ঞী স্বপ্নে রত্নকুহু দেখিয়াছিলেন, শিবরাজের শত্রুরা কুন্থ বা সংকুচিত হইয়াছিল এবং কুস্থ নাথের জীবৎকালে জগতে ‘কুহু,’ নামক অদৃশ্য জীব মানবের প্রত্যক্ষগোচর হয় । এই সকল কারণে তাঁহার নাম কুহু নাথ ৷ তিলকবৃক্ষতলে সিদ্ধিলাভ, চিহ্ন ছাগ ৷ নির্বাণ সুমেতশিখরে ৷
১৮। অরনাথ :
হস্তিনাপুরীর রাজা সুদর্শন ও রাজ্ঞী আম্রবৃক্ষ মূলে সিদ্ধি ৷ চিহ্ন নন্দীবর্ত নির্বাণ সুমেতশিখরে ।
.
রত্না দেবীর পুত্র। স্বস্তিক অথবা মৎস্য।
মিথিলার রাজা কুবের
১৯। মল্লীনাথ : প্রভাবতীর কন্যা। অশোক বৃক্ষমূলে সিদ্ধি ৷
সুমেত শিখরে নির্বাণ ।
দিগম্বর-মতে জন্মান্তর-পরিগ্রহ না করিয়া কোনও নারী নির্বাণ লাভ করিতে পারেন না । সেইজন্য দিগম্বরেরা মল্লীনাথের নারীত্ব স্বীকার করেন না ৷
Jain Education International
চতুর্থ অঙ্গ গ্রন্থ ‘নায়াধম্মকহা’য় মিথিলার রাজদুহিতা মল্লীর বিবরণ আছে। রাজকন্যা মল্লীর অলোকসাধারণ রূপের কথা শুনিয়া কুরু প্রভৃতি বিভিন্ন দেশের ছয়জন রাজপুত্র তাঁহার পাণি-প্রার্থী হয়। মল্লীর পিতা মিথিলারাজ কুবের তাহাতে অসম্মতি প্রকাশ করিলে তাহারা ছয়জনে সমবেত হইয়া মিথিলা অবরোধ করে। বুদ্ধিমতী মল্লী এই বিপদ্ হইতে পিতাকে উদ্ধার করিবার জন্য পিতাকে বলেন, “রাজপুত্রদের প্রত্যেককেই কন্যা দান অঙ্গীকার করুন এবং তাহাদিগকে আহ্বান করিয়া গৃহে আনুন।” ‘মনঃপর্যায়' জ্ঞানবলে মল্লী বহু পূর্ব
ও রাজ্ঞী
চিহ্ন কুম্ভ।
For Personal & Private Use Only
www.jainelibrary.org