________________
মহাবীর স্বামী ৬০০ খ্রীস্টপূর্বাব্দের পূর্বে ও পরে বিদেহ-দেশে লিম্বী নামে একজাতীয় ক্ষত্রিয়ের বাস ছিল। এই বিদেহ দেশে আরও পূর্ব কালে জনক রাজার রাজত্বে উপনিষদের পঠন-পাঠন ও দর্শনশাস্ত্রের আলােচনা হইত। জনক রাজা ক্ষত্রিয় হইলেও, অনেক ব্রাহ্মণ তাহার নিকটে তত্ত্বজ্ঞান শিক্ষা করিতে আসিতেন। শ্বেতকেতু, সােমশুষ্ম এবং যাজ্ঞবল্ক্য ঋষিকে জনক : ‘ব্রহ্মোদয় বিষয়ে শিক্ষা দিয়াছিলেন। মিথিলাধিপতি জনকের রাজসভায় তাহারই উৎসাহে সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ উপনিষগ্রন্থ ‘বৃহদারণ্যক উপনিষৎ’ সম্পাদিত হয়। কেবল রাজর্ষি জনকই যে ব্ৰহ্মবিদ্যায় পারদর্শী ছিলেন, তাহা নহে। পূর্ব-দেশীয় অনেক ক্ষত্রিয় রাজা ব্রাহ্মণদিগকে ব্ৰহ্মবিদ্যা, পরলােকতত্ত্ব, আত্মা, জন্মান্তর প্রভৃতি বিষয়ে উপদেশ দিতেন। কাশীরাজ অজাতশত্রু [ ইনি মগধরাজ অজাতশত্রু নহেন ], রণবিদ্যা-কুশল সনৎকুমার [ ইনি জৈনদিগের নিকট সুপরিচিত ], ক্ষত্রিয়রাজ চিত্র গাঙ্গায়নি, কাশীরাজ আনুচান, প্রাবাহণ জৈবলি প্রভৃতি বহু ক্ষত্রিয় রাজা ব্রাহ্মণদিগের উপদেষ্টা ও শিক্ষাগুরু ছিলেন । শতপথব্রাহ্মণে দেখা যায় যে বিদেহ [ বিদেঘ.] দেশ উপনিষদ্ ও ব্রহ্মবিদ্যার আলােচনার জন্য বিখ্যাত ছিল। বাল্মীকির রামায়ণে জনকের রাজধানী ‘মিথিলা নগরীর নিকটে ‘বিশালা’ লইয়াই প্রাচীন বিদেহ। এই ‘বিশালা’ হইতেই লিম্বীদের দেশ ‘বৈশালী রাজ্য। সুতরাং বুঝা যায় যে অতি প্রাচীন কাল হইতেই বিদেহবাসী ক্ষত্রিয়
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org