________________
৯০.
আর একটি স্বপ্ন অন্তর্নিবিষ্ট হইয়া থাকে। মর্ত্যলােকের নিম্নে ইন্দ্রলােক দর্শন। ইহার ফল : ইন্দ্রলােক-বিজয়। | [7] এয়ােদশ স্বপ্ন : রত্ন-মঞ্জুষা দর্শন। ফল : ত্রিরত্ন অর্থাৎ সম্যক্ জ্ঞান, সম্যক্ দর্শন ও সম্যক্ চারিত্র্য-লাভ।
| ( ত ] চতুর্দশ স্বপ্ন ও অতিবেগে চঞ্চল বহ্নিশিখাদর্শন। ফল : অগ্নিশিখার ন্যায় চঞ্চলতার সহিত সর্বলােকে সত্যধর্মের বিস্তার।
এই সকল স্বপ্নের কথা ত্রিশলা সিদ্ধার্থের গােচরে আনিলেন এবং সিদ্ধার্থ স্বপ্নলক্ষণ-পাঠক বা জ্যোতিষাচার্য ব্রাহ্মণগণকে ডাকাইয়া আনিলেন। তাহারা পরস্পর তর্কবিতর্কের দ্বারা শাস্ত্র পাঠ করিয়া স্বপ্নগুলির সর্ব লক্ষণতা প্রচার করিলেন। সিদ্ধার্থ ও ত্রিশলা এই শাস্ত্র-ব্যাখ্যা শুনিয়া পরম আনন্দিত হইলেন এবং গন্ধমাল্যাদি উপহার ও নানা উপঢৌকন দান . করিয়া আচার্যগণকে বিদায় করিলেন।
এইখানে লক্ষ্য করিবার বিষয় এই যে ব্রাহ্মণগণ কুণ্ডনগরের মধ্যভাগে বাস করিতেন না; নগরের প্রান্তভাগে তাহাদের পৃথক্ পল্লী ছিল। তাহাদের বেশ-ভূষা, আচার-ব্যবহার ও ও তিলক-চন্দনাদি-ধারণের খুঁটিনাটি বিবরণ 'কল্পসূত্রে বর্ণিত হইয়াছে।
জন্মােৎসব ও বাল্যজীবন | যে-রাত্রে শ্রমণ ভগবান্ শ্রীমহাবীরের জন্ম হয়, সেই রাত্রে কুণ্ডনগরে সিদ্ধার্থের গৃহে মহা আনন্দোৎসব অনুষ্ঠিত হয়। স্বর্গের কল্পবাসী দেবতারা নবজাত তীর্থংকরকে অভিনন্দিত করিবার জন্য কুণ্ডনগরের আকাশে সমবেত হইয়াছিলেন।
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org