________________
৩। তীর্থকরশিষ্য গৌতম ও সুধর্মা | ১। ইন্দ্রভূতি গৌতম [ গােয়ম] ইন্দ্রভূতি গৌতম মহাবীর স্বামীর সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ শিষ্য ছিলেন। মহাবীর স্বামীর সহিত সাক্ষাৎ হইবার পূর্বে তিনি বৈদিক ধর্মে শিক্ষিত পুরােহিত ছিলেন। দশটি ভাইকে সহায়ক লইয়া তিনি একদিন অপাপা নগরে একজন ব্রাহ্মণ যজমানের গৃহে বেদ-বিধান-সম্মত যজ্ঞানুষ্ঠানে [ অর্থাৎ পুণ্যলাভাৰ্থ পশু-বধ কর্মে ] পৌরােহিত্য করিতেছিলেন, মহা সমারােহে যজ্ঞীয় পশুর উৎসর্গমন্ত্র পঠিত হইতেছিল। এমন সময়ে তিনি শুনিলেন যে ঐ নগরে ঐ দিন একজন সন্ন্যাসী বেদ-বিরােধী ও যজ্ঞ-বিরােধী ধর্মমত প্রচার করিতেছেন, বহু লােক তাঁহার বক্তৃতা ও বিচার শুনিবার জন্য সমবেত হইয়াছে। এই সংবাদে শিক্ষাভিমানী ইন্দ্রভূতি ক্রুদ্ধ হইয়া উঠিলেন, এবং তর্কে পরাস্ত করিয়া জনসমক্ষে ঐ ধর্মপ্রচারককে অপ্রস্তুত করিবার জন্য বক্তৃতার স্থানে সভ্ৰাতৃক উপস্থিত হইলেন। বক্তৃতাকারীই ছিলেন মহাবীর স্বামী। সেখানে গিয়া মহাবীর স্বামীর শান্ত, সৌম্য ও সংযত ব্যবহারে তাহারা মুগ্ধ হইলেন। সন্ন্যাসীর দর্শনমাত্রই ইন্দ্রভূতির ক্রোধ অর্ধেক উপশমিত হইয়া পড়িল। কিন্তু তথাপি তাহার পাণ্ডিত্যাভিমান গেল না। তিনি . মহাবীর স্বামীকে প্রশ্নের পর প্রশ্ন করিতে লাগিলেন, মহাবীর স্বামীও ধীর সংযত বাক্যে, সরল ভাষায়, সাধারণ উপমার সাহায্যে তাহার উপদেশ বাণী বুঝাইয়া দিতে লাগিলেন। দাম্ভিক অবিশ্বাসীর অবিশ্বাস উড়িয়া গেল। মহাবীর-প্রচারিত বাণীই যে সত্য বাণী সে বিষয়ে ইন্দ্রভূতি ও তাহার ভ্রাতৃগণের
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org