________________
৮০
কার্তিক মাসে বৎসরের অবসান ও অগ্রহায়ণ [ ‘হায়ন অর্থাৎ বৎসরের অগ্র অর্থাৎ প্রথম বলিয়া এই মাসের নাম ‘অগ্রহায়ণ ] মাসে বৎসরের আরম্ভ হয়। বর্ষা ঋতুর নামে বৎসর-বাচক ‘বর্ষ' [ বাস ] শব্দ। গৃহস্থদিগের গৃহসংস্কারাদি কার্যের জন্য এবং সাংবৎসরিক উৎসবের আয়ােজনাদির জন্য সমগ্র শ্রাবণ মাস ও ভাদ্রমাসের ২০ দিন বাদ দিয়া এই উৎসব আরম্ভ করিবার রীতি প্রচলিত আছে। এই কালের পূর্বে পর্যষণা আরম্ভ করা যাইতে পারে, কিন্তু সাধারণতঃ এই কালের পরে নহে। যদি প্রবাসী গৃহস্থেরা গৃহে আসিয়া থাকেন, দেশে মুভিক্ষ থাকে [ অর্থাৎ দুর্ভিক্ষাদি না থাকে] উদ্যােগ-আয়ােজনাদির জন্য কালক্ষেপ আবশ্যক না হয় এবং সাধুরা অনুমতি দেন, তবে বর্ষা ঋতুর আরম্ভের পর যে-কোনও শুভদিনে পর্যষণা আরব্ধ হইতে পারে।
ভাদ্রমাসের সিতপঞ্চমী দিন হইতে আরম্ভ করিয়া কার্তিক মাসের অমাবস্যা পর্যন্ত ৭০ দিন সময় পর্যষণা উৎসবের জন্য প্রকৃষ্ট কাল। অতিবৃষ্টি, প্রাকৃতিক উৎপাত বা অন্য কোনও প্রকার অসুবিধা থাকিলে আষাঢ় হইতে আরম্ভ করিয়া অগ্রহায়ণ পর্যন্ত ছয় মাস সময়ের মধ্যে পষুষণাকৃত্য চলিতে পারে। কল্পসূত্রোক্ত বিধি অনুসারে পীঠ-ফলক [ বেদী ] প্রভৃতি আচ্ছাদিত স্থানে দ্রব্য, ক্ষেত্র, কাল, ভাব স্থাপনা করিয়া আষাঢ়ের পূর্ণিমা দিনে আরম্ভ করিয়া ভাদ্রমাসের শুক্ল পঞ্চমী পর্যন্ত প্রতি পঞ্চম দিবসে পােষধ [ উপােষথ ] পালন করিলে, অর্থাৎ একাদশ পর্ব তিথিতে উপােষথ গ্রহণ করিলেও পর্যষণা কৃত্য করা হয়। কিন্তু এটি নিতান্ত অসমর্থের পক্ষে ব্যবস্থা।
পর্যষণা উৎসব কালে যে কেবল কল্পসূত্র খানিই পাঠ
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org