________________
৪
.
হরিভদ্র (৬ শতক) কৃত শ্রাবকপ্রজ্ঞপ্তি (সাবয়। পত্তি )। জৈন শ্রাবক বা গৃহীদিগের পালনীয় নিয়মাবলী প্রাকৃত ভাষায় লেখা (প্রেমাদ সম্পাদিত, বােম্বাই ১৯০৫)।
সমভদ্র (৮ শতক) কৃত রত্নকাণ্ড শ্রাবকাচার [ ইংরেজি ও হিন্দী অনুবাদসহ চম্পরায় জৈন সম্পাদিত, আরা, ১৯১৭। প্রভাচন্দ্রের টীকাসহ মূল, মাণিকচন্দ্র দিগম্বর গ্রন্থমালা, ২৪ সং। কাশী দিগম্বর জৈন গ্রন্থমালা, মূলমাত্র ১৯২৪-২৫ ]। ১৫টি সংস্কৃত শ্লোকে নিবদ্ধ।
হরিভদ্র (৬ শতক) কৃত ধর্মবিন্দু [ আগমােদয় সমিতি, আমেদাবাদ, ১৯২৪] তিন খণ্ডে বিভক্ত আচার গ্রন্থ : শ্রাবকাচার, শ্রমণাচার ও নির্বাণ।
দেবসেন (৯ শতক) কৃত শ্রাবকাচার ও আরাধনাসার ( মাণিকচন্দ্র দিগম্বর জৈন গ্রন্থমালা, ৬ সং, বােম্বাই ১৯১৬)।
চামুণ্ডরায় (১০ শতক) কৃত কন্নড় ভাষায় লেখা চামুণ্ডরায় পুরাণ। দিগম্বর জৈনদিগের পালনীয় নিয়ম ও ব্ৰতাদির পূর্ণ বিবরণ। | আশাধর (১৩ শতক) কৃত ধর্মামৃতঃ সাগারধর্মামৃত ও অনাগার ধর্মামৃত নামে দুই খণ্ড। গ্রন্থ অমুদ্রিত।
সকলকীর্তি (১৫ শতক) কৃত প্রশ্নোত্তরােপাসকাচার। জৈন গৃহীদিগের পালনীয় বিধি প্রশ্নোত্তরচ্ছলে সংনিবদ্ধ।
মানবিজয়-কৃত এবং যশােবিজয়-সংস্কৃত ধর্মসংগ্রহ | [ জৈনপুস্তকোদ্ধার সংগ্রহ ২৬ ও ৪৫ সংখ্যা, বােম্বাই ১৯১৫, ১৯১৮।] জৈন গৃহী ও শ্রমণের পালনীয় বিধি বিষয়ে বিরাট সংগ্রহগ্রন্থ। ১৬৮১ খ্রীস্টাব্দে সম্পাদিত। বহু প্রাচীন গ্রন্থ হইতে বহু অংশ উদ্ধৃত হইয়াছে।
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org