________________
| ৬/০
করিলেন কেন? এ-বিষয়ে একটি প্রাচীন কিংবদন্তী আছে। মৌর্য চন্দ্রগুপ্তের রাজত্বকালে উত্তর-ভারতে তথা মগধ-দেশে দ্বাদশবর্ষ-ব্যাপী এক ভয়ানক দুর্ভিক্ষ সংঘটিত হইয়াছিল। কেহ কেহ বলেন, জ্যোতির্বিৎ ভদ্রবাহু জ্যোতিষিক গণনা-দ্বারা পূর্ব হইতেই এই ভাবী দুঃসময়ের কথা জানিতে পারিয়াছিলেন এবং দুর্ভিক্ষ হইতে আপনার শিষ্যমণ্ডলীকে রক্ষা করিবার জন্য দক্ষিণাভিমুখে পর্যটন করিয়াছিলেন। কারণ, দক্ষিণ-দেশে এই দুর্ভিক্ষের আক্রমণ হয় নাই। আবার কেহ কেহ তাঁহার জ্যোতিষিক গণনার বিষয় আদৌ স্বীকার করেন না। তাহারা বলেন, দুর্ভিক্ষ আরম্ভ হইবার পর দুর্ভিক্ষপীড়িত শিষ্যমণ্ডলীকে লইয়া তিনি দক্ষিণ দেশে যাত্রা করিয়াছিলেন। বলা বাহুল্য, তাঁহার শিষ্যমণ্ডলীর সকলেই তাঁহার সহিত দাক্ষিণাত্যে যাত্রা করেন নাই। যে সকল জৈন নর-নারী দুর্ভিক্ষ-গ্রস্ত মগধদেশে থাকিয়া গেলেন, তাহারা জৈন নিগ্রন্থদিগের জন্য নির্দিষ্ট আচার অক্ষুন্ন রাখিতে পারেন নাই,—আচার-ভ্রষ্ট হইয়া পড়িয়াছিলেন। তাঁহাদের মধ্যে শ্বেত বস্ত্র ধারণের প্রথা প্রচলিত হইয়া গিয়াছিল। ফলে, উত্তরকালে জৈনদিগের মধ্যে দুইটি শাখার প্রবর্তন হয় : [ ১ ] শ্বেতাম্বর ও [ ২ ] দিগম্বর। উত্তর ভারতে যাঁহারা রহিয়া গেলেন, তাঁহারা হইলেন শ্বেতাম্বর ; এবং ভদ্রবাহুর সহিত যাঁহারা দাক্ষিণাত্যে গমন করিলেন, তাহারা হইলেন দিগম্বর।
এই প্রসঙ্গে আলােচনা করিয়া দেখা যাউক, ভদ্রবাহু জ্যোতিষ শাস্ত্রে পণ্ডিত ছিলেন কিনা। ভাদ্রবাহবী সংহিতা নামে একখানি জ্যোতিষ শাস্ত্রের গ্রন্থ আছে। সম্ভবতঃ এই গ্রন্থ অবলম্বন করিয়া অর্বাচীন শ্বেতাম্বরদিগের মধ্যে একটি অদ্ভুত পৌরাণিক গল্প আবিষ্কৃত হইয়াছে। তাহারা বলেন, প্রতিষ্ঠান
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org