________________
820
বিবাহ দিলেন। গন্ধোৎকটের গৃহে
হইল ৷
ভোজের অনুষ্ঠান
বিদেহরাজের কন্যা রত্নবতীর ধনুকভাঙ্গা পণ ছিল ; 'একটি প্রকাণ্ড ধনুকে যে গুণ দিতে পারিবে তাহারই সহিত রত্নবতীর বিবাহ হইবে। সেই ধনুকে গুণ দিয়া জীবন্ধর রত্নবতীকেও বিবাহ করিলেন। জৈনেরা বলেন যে পূর্বজন্মের সুক্বতির ফলে জীবন্ধরের অষ্টপত্নী-লাভ হইয়াছিল ।
এই সময়ে কাষ্ঠাঙ্গারক জীবন্ধরের সহিত যুদ্ধ করিয়া রত্নবতীকে কাড়িয়া লইতে আসিল। জীবন্ধর তাঁহার পিতা পাত্রমিত্রগণের নিকট আত্মপরিচয় দিয়া তাঁহাদের সাহায্য চাহিলেন এবং তাঁহাদের সাহায্যে কাষ্ঠাঙ্গারককে হত্যা করিয়া পিতৃরাজ্য উদ্ধার করিলেন এবং শুভদিনে শুভক্ষণে রাজসিংহাসনে আরোহণ করিলেন । মাতা, ভ্রাতা, অষ্টপত্নী ও বন্ধুবান্ধব লইয়া বহুকাল সুখে রাজত্ব করিলেন । পূর্বজন্মের সৎকর্মের ফলে তাঁহার এই সুখ-সম্ভোগ ৷ শেষ জীবনে কিন্তু তাঁহারা সকলেই জৈন ধর্মের বিধান অনুসারে সংসার ত্যাগ করিয়া যান ৷
জৈন কথা-সাহিত্যে ‘জীবন্ধর’-কাহিনী বহু সমাদৃত
কালকাচার্য কথানক—গদ্য-পদ্যময় প্রাকৃত। কল্পসূত্র পাঠের পর নির্গ্রন্থগণ আবৃত্তি করিয়া থাকেন । অতি প্ৰাচীন কথা ৷ গল্পটি এই :
রাজপুত্র ‘কালক’ জৈন ধর্মে দীক্ষিত হইয়া মঠে থাকেন এবং নিজগুণে উন্নতি লাভ করিয়া আচার্য হন। তাঁহার ভগিনী নিগ্রন্থী “সরস্বতী” উজ্জয়িনীরাজ গর্দভিল্ল কর্তৃক অপসৃত ও উজ্জয়িনীর অন্তঃপুরে নীত হইলে কালক উন্মাদ
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org