________________
৪০
গ্রস্ত হইয়া গর্দভিল্লের বিরুদ্ধে রাজদ্রোহ করিবার জন্য দেশের লােককে উত্তেজিত করেন এবং শককুলে যাইয়া সেখানকার ‘শাহী’ রাজাদিগকেও উজ্জয়িনীরাজের বিরুদ্ধে যুদ্ধ করিবার জন্য প্ররােচিত করেন। ফলে উজ্জয়িনীরাজ পরাজিত ও উজ্জয়িনী বিজিত হয় (৭৪-৬১ খ্রীস্ট পূর্বাব্দ)। এই গ্রন্থের রচয়িতার নাম জানা যায় নাই। ১০২টি প্রাকৃত শ্লোকে নিবদ্ধ আর একখানি “কালকাচাৰ্যকথানক” লিখিয়াছেন ভাবদেব সূরি।
| জৈন কথাসাহিত্যের অন্ত নাই। অনেক প্রকাশিত হইয়াছে, অনেক হয় নাই। বাহুল্যভয়ে সে-সব সাহিত্যের বিবরণ দেওয়া হইল না।
| নাটক ঃ নাট্যসাহিত্যেও জৈনগ্রন্থের অপ্রাচুর্য নাই। কয়েকখানির নাম মাত্র সংগৃহীত হইল। | যশশ্চন্দ্ৰকৃত মুদ্রিত কুমুদচন্দ্র প্রকরণ (কাশী যশােবিজয় জৈন গ্রন্থমালা, ১৯০৫)। এই পঞ্চাঙ্ক নাটকে গুজরাটের রাজা জয় সিংহের (১০৯৪-১১৪২ খ্রঃ) রাজসভায় তর্কে শ্বেতাম্বর আচার্য দেবদূর কতৃক দিগম্বর আচার্য কুমুদচন্দ্রের পরাভবের বিবরণ আছে। ১১২৪ খ্রীষ্টাব্দের ঘটনা। দ্বাদশ শতকের লেখা।
সিদ্ধপালের পুত্র বিজয়পাল-কৃত দ্রৌপদী স্বয়ংবর (জৈন আত্মানন্দ সভা, ভাবনগর ১৯১৮)। কুমারপালের সমসাময়িক বিজয়পাল মহাভারতের কথা অবলম্বন করিয়া এই নাটক রচনা করিয়াছেন।
দাক্ষিণাত্যবাসী হস্তিমল্ল (১২৯০ খ্রঃ) কৃত বিক্রান্ত
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org