________________
৪/০ কৌরব নামক ষড়ঙ্ক ও মৈথিলীকল্যাণ নামক পঞ্চাঙ্ক নাটক (মাণিকচন্দ্র দিগম্বর গ্রন্থমালার ১ ও ২সং গ্রন্থ। যথাক্রমে মহাভারত ও রামায়ণ অবলম্বনে রচিত নাটক।
জৈন কবি জয়সিংহ (১২২৯ খ্রঃ) লিখিত হশ্মীর-মদমর্দন (গায়কোয়াড় ওরিয়েন্টাল সিরিজ ১০ সংখ্যা, দালাল, বরােদা, ১৯২০) একখানি পঞ্চাঙ্ক নাটক। হম্মীর বা আমীর শিকার বা সুতান শামস্-উদ্-দুনিয়ার গুজরাটে পরাভবের কাহিনী।
| যশপাল (১২২৯-৩২) লিখিত মােহরাজ-পরাজয় (দালাল, বরােদা, ১৯১৮) একখানি পঞ্চাঙ্ক রূপক নাটক। রাজা কুমারপালের জৈন ধর্মে দীক্ষার (অথবা মহারাজ জ্ঞানের কন্যা কৃপাসুন্দরীর সঙ্গে বিবাহের) কথা। মােহ শব্দের অর্থ ‘মুগ্ধতা’ বা ‘অজ্ঞান-মদ-মত্ততা'। রাজা কুমার পালের মােহ’ বিদূরিত হইলে তিনি জৈন ধর্মে দীক্ষা গ্রহণ করেন এবং জ্ঞান’ বা ‘সত্য ধর্ম জ্ঞান’ রূপ রাজার কন্যা “কৃপা সুন্দরীকে লাভ করেন।
| রামভদ্র মুনি (১২ শতক) কৃত প্রবুদ্ধ-রোহিণেয় ( জৈন আহ্বানন্দ গ্রন্থমালা ৬০, ভাবনগর ১৯১৭) একখানি ষড়ঙ্ক নাটক। দিগ্বিজয়ী দস্যু রোহিণেয় অভয়দেব কতৃক পরাজিত হইয়া তাহারই অনুগ্রহে মহাবীর স্বামীর দর্শন লাভ করিয়া মুক্ত হইয়াছিল। চাহমান নরপতি সমর সিংহ (১১৮৫) কতৃক ঋষভদেবের মন্দির প্রতিষ্ঠার সময় অভিনীত।
বালচন্দ্র কৃত করুণাবজ্ৰায়ুধ (জৈন আত্মানন্দ গ্রন্থরত্নমালা, ৫৬, ভাবনগর ১৯১৬) শিবি উপাখ্যান অবলম্বনে
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org