________________
| ৩০
মঙ্গরস কৃত নেমিজিনেশ ( কন্নড় চম্পূ) ১৫৩৮ খ্রঃ। শান্তিকীর্তি কৃত শান্তিনাথ পুরাণ ( কন্নড় চম্পূ) ১৫১৯ খ্রঃ। দোয্য কৃত চন্দ্ৰপ্ৰভ পুরাণ ( কন্নড় চম্পূ) ১৫৫০ খ্রঃ। দোনাঙ্ক কৃত চন্দ্ৰপ্ৰভ পুরাণ ( কন্নড় চম্প্র) ১৫৭৮ ,,।
কথা সাহিত্য ও ধর্মকুমার কৃত শালিভদ্র চরিত (১২৭৭) একখানি সংস্কৃত মহাকাব্য। ইহারই অনুকরণে অলঙ্কার-বহুল সংস্কৃতে প্রদ্যুম্ন সূরি দানধর্মকথা (১৩ শতকের শেষ ভাগে ) লিখেন। ইহারই নামান্তর দানাদান। শালিভদ্রের কাহিনী জৈনসাহিত্যে সুপরিচিত। সংক্ষেপে সংগৃহীত হইল।
পূর্বজন্মে শালিভদ্র এক দরিদ্র বিধবার পুত্র ছিলেন, নাম ছিল ‘সংগম'। মেষ-পালন কার্যে নিযুক্ত থাকিয়াও সংগম অনেক সময় ধ্যানস্থ থাকিতেন। কোনও এক উৎসবের দিনে সকল গৃহস্থের বাড়ীতেই নানা সুখাদ্য প্রস্তুত হইতেছে দেখিয়া সঙ্গম তাহার মাতাকে ভাল খাদ্য প্রস্তুত করিতে বলিলেন। অনেক কষ্টে উপকরণ সংগ্রহ করিয়া সঙ্গমের দরিদ্র বিধবা মাতা যে খাদ্য প্রস্তুত করিলেন সঙ্গম তাহা নিজে না খাইয়া একজন আগন্তুক সন্ন্যাসীকে দান করিলেন। অতিথি তাহাই খাইয়া উপবাসের পর পারণ করিলেন। জৈন ধর্মমতে নিজে না খাইয়া অতিথিকে খাদ্য দান মহা পুণ্য কর্ম। ইহা অপেক্ষা বড় দান আর নাই। এই পুণ্যের ফলে সঙ্গম রাজগৃহ নগরে গােভদ্র নামক এক ধনীর ভার্যা ভদ্রার গর্ভে শালিভদ্র’ নামে জন্মগ্রহণ করেন। নানা সুষমায় বিমণ্ডিত দেহ ও অশেষ সদ্গুণের আধার চিত্ত লইয়া তিনি জন্ম গ্রহণ করেন।
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org