________________
21/0
পুত্র ‘মানক’ পিতার উদ্দেশে গৃহত্যাগ করিয়া আসিয়া পিতার শিষ্যত্ব গ্রহণ করেন। পুত্র ছয় মাস মাত্র জীবিত থাকিবে জানিয়া পিতা সেজ্জংভব এই ‘দসবেয়ালিয়া' গ্রন্থ রচনা করিয়া শিক্ষা দিয়াছিলেন । ইহা শুনিয়া জ্ঞানী পূত্র ধ্যানাসনে বসিয়া দেহত্যাগ করিয়া বিমানলোকস্থ হন ৷ এই গ্রন্থের দ্বিতীয় খণ্ডে রাজীমতীর গান আছে। এই গানে উদ্ভ্রান্ত রথনেমিকে তীব্র তিরস্কার করা হইয়াছে । কথিত আছে বীর নির্বাণের ৯৮ বৎসর পরে মানকের নির্বাণ ঘটে। ১৯১৯ . খ্রীস্টাব্দে বোম্বাই নগরে এই গ্রন্থ মুদ্রিত হইয়াছে ।
3
চতুর্থ মূলসূত্র পিণ্ডনিজ্জুত্তি (পিণ্ডনিযুক্তি )ঃ ভদ্রবাহু স্বামি-প্রণীত ৷ ভদ্রবাহু বিরচিত ওহনিৰ্জ্জুতি পিওনিজ্জুতি গ্রন্থদ্বয়কে কেহ কেহ ছেদসূত্রের অন্তর্নির্বিষ্ট করিয়া থাকেন। ধর্মজীবন ও ধর্মজীবনের শাসনবিধান এই দুই গ্রন্থে বর্ণিত আছে ৷ ‘পথি’ বা পাক্ষিক সূত্রও এইসঙ্গে আসে, পক্ষ-ব্যাপী স্বীকারোক্তির বিধান । “ভদ্রবাহু স্বামিপ্রণীতা পিণ্ডনিযুক্তিঃ মলয়গির্যাচার্য বিবৃতা” বোম্বাই জৈন পুস্তকালয় হইতে ১৯১৮ খ্রীস্টাব্দে মুদ্রিত। “ওঘনিযুক্তিঃ, ভদ্রবাহু স্বামি বিরচিতনিযুক্তিঃ, শ্রীমৎ পূর্বাচার্য বিরচিত ভাষ্যযুতা, শ্রীমদ্ দ্রোণাচার্য সূত্রিত বৃত্তিভূষিতা” আগমোদয় গ্রন্থমালা, পাক্ষিকসূত্রম্—যশোদেব সূরির টাকাসহ জৈন
১৯১৯।
পুস্তকালয়ে মুদ্রিত, ১৯১১।
দিগম্বর জৈনদিগের আগমচতুষ্টয়
চারি শ্রেণীতে বিভক্ত, 'বেদচতুষ্টয়' নামে অভিহিত, দিগম্বরদিগের কতকগুলি গ্রন্থ। এইগুলির নাম ‘অনুযোগ’
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org