________________
suelo
(১১) পুচুলিয়াও (পুষ্পচুলিকা)ঃ ১ম উপাঙ্গের পরিশিষ্টস্বরূপ দশটি অনুরূপ কাহিনীর সমাবেশ। | (১২) বহিদসাও (বৃষ্ণিদশাঃ)ঃ অরিষ্টনেমি বর্ণিত ১২ জন বৃষ্ণিবংশীয় রাজপুত্রের দীক্ষার কথা।
দস পয়ন্না (দশ প্রকীর্ণকাঃ) : দশ প্রকীর্ণক গ্রন্থ আগমের পরিশিষ্ট স্বরূপ।
(১) চউসরণঃ অহৎ, সিদ্ধ, সাধু ও ধর্ম--এই চতুঃশরণের স্তুতি, ৬৩ শ্লোকে। বীরভদ্র ইহার রচয়িতা।
| (২) আউরপচখাণ (আতুরপ্রত্যাখ্যানঃ এবং (৯) মহাপচচখাণ (মহাপ্রত্যাখ্যান ) কবিতায় নিবদ্ধ সংসারাতুর মৃত্যুকাক্ষী সন্ন্যাসীর সংসারসুখপ্রত্যাখ্যানের কথা। বালমরণ বা অজ্ঞজনের মৃত্যু প্রাকৃতিক নিয়মে অবশ্যম্ভাবী। সে মরণে পতন অর্থাৎ পুনর্জন্মও অবশ্যম্ভাবী। কিন্তু ভক্তত্যাগপূর্বক ইচ্ছামৃত্যু পুনর্জন্মনিবারণ করে। সূতায় গাঁথা ছুচ যেমন আবর্জনাস্তুপে পড়িলেও হারাইয়া যায় না সেইরূপ জ্ঞানীর আত্মা সংসারে হারাইয়া যায় না। শুষ্ক অস্থি লইয়া চর্বণ করিবার সময়ে ভ্রান্ত কুকুর যেমন মনে করে যে সে সারবস্তু পাইয়াছে তেমনি নির্বোধ সংসারী মনে করে যে সে সুখ ভােগ করিতেছে। নারীসঙ্গসুখে সুখ নাই, অবসাদ আছে। আত্ম জীবনের পাপ কাহিনী গুরুকে শুনাইয়া যে পাপী ইচ্ছামৃত্যু বরণ করে সে আর বিহীন ভারবাহীর ন্যায় লঘু। এইরূপ বহু নীতি কথা ও উপদেশ, এই দুই গ্রন্থে আছে।
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org