________________
| (৩) ভত্ত পরিন্না (ভক্ত পরিজ্ঞা) ও (৪) সন্থার (সংস্কার)—এই দুই গ্রন্থে অসংখ্য পাপীর প্রায়শ্চিত্তের কথা বর্ণিত আছে। ভত্তপরিন্না = আহার ত্যাগ। সংস্তার = তৃণাস্তরণ শয্যা।
(৫) তলবেয়ালিয়া (তন্দুলবৈচারিকা)ঃ বিজয়বিমলসূরি গ্রন্থখানির নিম্নরূপ নাম ব্যাখ্যা করিয়াছেন ? “তলানাং বর্ষশতায়ুস্ক-পুরুষ-প্রতিদিন-ভােগ্যানাং সংখ্যাবিচারেশােপলক্ষিতং তন্দুলবৈচারিকং নামেতি” (বর্ষশতায়ুষ্ক পুরুষের খাদ্য তল বা চাউলের সংখ্যাবিচার দ্বারা উপলক্ষিত গ্রন্থ)। মহাবীর ও গৌতমের কথােপকথনে গ্রথিত গ্রন্থ গদ্য-পদ্যময়। জ্বণােৎপত্তি হইতে ক্রমে ক্রমে মানবশিশুর বিকাশ পর্যবেক্ষণ ও দেহবিজ্ঞান। আগমােদয় গ্রন্থমালায় প্রকাশিত। বােম্বাই জৈন পুস্তকালয়ে ১৯২২ খ্রীস্টাব্দে প্রকাশিত ও প্রত্নপূব ধর-নির্মিতং শ্ৰীতলবৈচারিকং শ্রীমদ্বিজয়-বিমল-গণি-দৃৰধ-বৃত্তি-যুত সাবচূর্ণিকং চ চতুঃশরণম্।
(৬) চন্দাবিজ ঝয় (চন্দ্রাবেধ্যক)ঃ গুরুশিষ্যের মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠার বিধান।
| (৭) দেবিন্দগ্ধয় (দেবেন্দ্ৰস্তব) ও দেবরাজগণের শ্রেণীবিভাগ ও বাসস্থান।
(৮) গণিবিজ্জা (গণিতবিদ্যা) ও জ্যোতিষ বিষয়ক গণিত। | (১০) বীরথঅ (বীরস্তব) ও মহাবীরের স্তব ও বিভিন্ন নাম। - [ প্রকীর্ণক গ্রন্থ অসংখ্য নান্দী সূত্র মতে ৮৪০০০। ৮৪০০০ ঋষভশিয্যের প্রত্যেকের নিকট এক একখানি ছিল। গচ্ছায়ার
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org