________________
Sho
মালায় অভয়দেব সূরির টীকাসহ ১৯১৯ খ্রীস্টাব্দে মুদ্রিত ও প্রকাশিত ৷
(১১) বিবাগসুয়ং (বিপাকশ্রুতম্): সৎকর্ম বিপাকের অর্থাৎ কর্মপরিণতির দশটি ও অসৎকর্ম বিপাকের দশটি কাহিনী ৷ অভয়দেব সূরির টীকাসহ আগমোদয় গ্ৰন্থমালায় বোম্বাই নগরে ১৯২০ খ্রীস্টাব্দে মুদ্রিত ।
(১২) দ্বাদশ সংখ্যক অঙ্গ ‘দৃষ্টিবাদ' লুপ্ত হইয়াছে ৷ ( দৃষ্টি = মত, ধর্মমত ) । ..বিভিন্ন ধর্মমতের আলোচনা এই অঙ্গে ছিল। দৃষ্টিবাদ অঙ্গ পাঁচ ভাগে বিভক্ত : (১) পরিকৰ্ম্মং বা আগম সূত্র হৃদয়ংগম করিবার জন্য আবশ্যক ষোড়শবিধ পূর্বকৃত্য। (২) সুত্তাইং-৮৮টি সূত্রে তীর্থিক মতসমূহের খণ্ডন । (৩) পুৰ্ব্বগএ—চতুর্দশ পূর্ববিষয়ক বিবরণ । (৪) অনুযোগ বা তীর্থকরগণ ও অন্যান্য সাধুগণের বিষয়ে পৌরাণিক কাহিনী । (৫) চুলিয়া ( চূলিকা ) বা পরিশিষ্ট ।
উবঙ্গ (উপাঙ্গ ); প্রত্যেক অঙ্গের একখানি করিয়া উপাঙ্গ আছে ৷
(১) উৰাইয় (উপপাদিক)ঃ দুই খণ্ড : প্ৰথম খণ্ডে কুণিয় ভিত্তাসারপুত্ত পুন্নভদ্দ স্তূপে মহাবীর স্বামীর বাণী শ্রবণ করেন ; পাপপুণ্যের ফলভোগ জন্য চারি গতিতে : ( নারকগতি, তির্যগতি, মনুষ্যগতি, ও দেবগতি ) জন্মগ্রহণের বিষয়ে বক্তৃতা। দ্বিতীয় খণ্ডে গৌতম ইন্দ্রভূতির প্রশ্ন ও মহাবীর স্বামীর উত্তর,—এইরূপ প্রশ্নোত্তর ছলে পুনর্জন্ম-ব্যাখ্যা । যে যে উপায়ে দেবগণের বিমানলোকে উপপাত ( অবস্থান, স্থান
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org