________________
|
১
বিবৃত করিয়াছেন। ৭ম পরিচ্ছেদে বর্ণিত আছে যে গােসল মখলিপুত্তের কুম্ভকার শিষ্য সদ্দালপুত্ত মহাবীর স্বামীর উপদেশ পাইয়া মোক্ষলাভ করিয়াছিল। অভয়দেবের সংস্কৃত টীকা ও ইংরেজি অনুবাদসহ হােআর্নলি এই গ্রন্থ প্রকাশ করিয়াছেন (Calcutta Bib. Ind. 1885-8৪)। আগমােদয় গ্রন্থমালায় অভয়দেবের টীকাসহ বােম্বাই নগরে ১৯২০ খ্রীস্টাব্দে আর একটি সংস্করণ প্রকাশিত হইয়াছে। | (৮) অন্তগড়দলাওঃ জীবনান্তকারী পরমপবিত্র সাধুগণের কাহিনী লইয়া দশ পরিচ্ছেদে সমাপ্ত অঙ্গগ্রন্থ ; এক্ষণে আট অংশে বিভক্ত। অভয়দেব সূরির টীকাসহ ৮ম, ৯ম ও ১১শ অঙ্গ একখণ্ডে বােম্বাই আগমােদয় গ্রন্থমালায় প্রকাশিত হইয়াছে। বার্নেট (L. D. Barnett) অন্তগড়দসা ও অণুত্তরােববাইয়দসার অনুবাদ করিয়াছেন (Oriental Translation Fund, London, 1907).
(৯) অনুত্তৰােবাইয়দসাওঃ যাঁহারা সাধনপ্রভাবে অনুত্তর বিমান লাভ করিয়াছেন সেই-সব পরমপবিত্র সাধুগণের কাহিনী লইয়া রচিত দশ পরিচ্ছেদ, এক্ষণে তিন খণ্ডে সম্পূর্ণ। গৌতম মুহম্মের বাল্যকথা ও দ্বারবতীনগরীর যাদব নৃপতি কৃষ্ণের কাহিনী মহাভারতের অনুরূপ ভাবেই প্রদত্ত হইয়াছে, কেবল কৃষ্ণকে জৈন করিয়া লওয়া হইয়াছে। প্রায়ােপবেশন দ্বারা মােক্ষ লাভের বহু কাহিনী এই গ্রন্থে স্থান পাইয়াছে।
(১০) পহাৰাগরণাইং ৪ প্রশ্নসমূহ ও তাহাদের ব্যাকরণ বা ব্যাখ্যা এই দশ দ্বার বা পরিচ্ছেদে রচিত : অঙ্গগ্রন্থ। প্রথম পাঁচটি ‘ধারে’ পঞ্চমহাব্রত ও পরবর্তী পাঁচটি দ্বারে পঞ্চমহাব্রত জন্য পুণ্য আলােচিত হইয়াছে। বােম্বাই আগমােদয় গ্রন্থ
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org