________________
১/০ (২) সূয়গড়ংগঃ জৈন মতের বিরুদ্ধে যে সকল ধর্মমত সেই সময়ে প্রচারিত হইয়াছিল সেই সকল তীর্থিক-মতের বিরুদ্ধ সমালােচনা এবং তরুণ নিগ্রন্থগণকে এই সকল মর্তবাদীদিগের কবল হইতে মুক্ত থাকিবার উপদেশে এই অঙ্গ দুই খণ্ডে সম্পূর্ণ। সংসারের নানাবিধ প্রলােভন এবং নারীর প্রলােভন হইতে মুক্ত থাকিবার উপদেশ এবং সংক্ষেপে নরক-বর্ণনা ইহাতে আছে। শীলাঙ্কাচার্য কৃত টীকাসহ বােম্বাই আগম-সংগ্ৰহ গ্রন্থমালায় প্রকাশিত, ১৯১৭। . (৩) ঠাণংগঃ, ১ হইতে ১০ পর্যন্ত সংখ্যায় নানাবিধ তথ্যের আলােচনা এবং দৃষ্টিবাদ নামক অধুনালুপ্ত দ্বাদশ সংখ্যক অঙ্গ গ্রন্থের সংক্ষিপ্ত সূচি এই গ্রন্থে আছে। আগম সংগ্রহ গ্রন্থমালায় ৩য় গ্রন্থরূপে প্রকাশিত, বারাণসী ১৮৮০। এই সংস্করণে একটি সংস্কৃত ও প্রাকৃত টীকা আছে। অভয়দেব সূরির টীকাসহ ১৯১৮-২০ খ্রীস্টাব্দে বােম্বাই নগরে মুদ্রিত আর একটি সংস্করণ আছে।
(৪) সমবায়ংগ ঃ স্থানাঙ্গসূত্রের সংখ্যাগত বহু বিষয়ের আলােচনায় এই গ্রন্থের অধিকাংশই কাটিয়াছে ? লক্ষাধিক সংখ্যার ব্যবহার হইয়াছে। দ্বাদশ অঙ্গ ও চতুর্দশ পূর্বের সংক্ষিপ্ত সূচি লইয়া গ্ৰন্থরম্ভ হইয়াছে। ১৮ প্রকার ব্রাহ্মী লিপির কথা এই গ্রন্থে থাকাতে কেহ কেহ মনে করেন যে গ্রন্থখানি অধিক প্রাচীন নহে। বারাণসী নগরে ১৮৮০ খ্রীস্টাব্দে এবং অভয়দেব সূরির টাকাসহ আগম সংগ্রহ গ্রন্থমালায় বােম্বাইনগরে ১৯১৮ খ্রীস্টাব্দে মুদ্রিত ও প্রকাশিত হইয়াছে।
(৫) ভগবতী বিয়াহা পত্তিঃ মহাবীর স্বামীর ধর্মতত্ত্ব ব্যাখ্যা বিষয়ে প্রজ্ঞপ্তি বা শিক্ষা; গৌতম ইন্দ্রভূতির
O, P, 93–4
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org