________________
বর্ধমান মহাবীর জাতক লীন হবে। পূপমালা। জাতকের যশঃসৌরভ বহুদূর বিস্তৃত হবে। চন্দ্র। নাতক সকলের সন্তাপ হরণ কৰে, বিশ্বকে আনন্দিত করবে।
জাতক মহা তেজস্বী হবে।
বংশ জাতকের দ্বারা কীর্তিমান হবে। কলস। জাতক পৃথিবীতে শ্রেষ্ঠ পদ লাভ করবে। সরােবর।
সুরাসুর নর সকলের সেব্য হবে, জাতকের ভাবধারায় সকলে অবগাহন করবে।
সমুদ্রের মত জাতক রত্নাকর হবে, গম্ভীর হবে। দেবিমান ? জাতক বৈমানিক দেবতাদের দ্বারাও পুজিত হবে।
রত্ন।
জাতক প্রভূত রঙ্গের অধিকারী হবে, বা জ্ঞান রত্নের। নিধুম অগ্নি ? দীপশিখার মত দীপ্যমান হবে, অন্তর মালিকে দগ্ধ করবে।
কিন্তু জাতক রাজচক্রবর্তী হবে, না ধর্মচক্রবর্তী। সে সম্পর্কে এখুনি নিশ্চিত করে কিছু বলা যায় না। তবে এতে করে আয় রাজ্যের সর্বাঙ্গীন , সম্পদ ও সমৃদ্ধি সূচিত হচ্ছে।
এতক্ষণ একটা অধীর আগ্রহ নিয়ে আসা নিস্তব্ধ হয়েছিল। কিন্তু দর্শনের ফলাফল শুনবার পর চামদিকে একটা আনন্দের সাড়া পড়ে গেল। সে কলমৰ কমে এত তীব্র হয়ে উঠল নে