________________
তেরাে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরলােকগত রেজিস্টার যােগেশ চন্দ্র চক্রবর্তী এম. এ. মহাশয় আমাকে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের গ্রন্থগুলি ব্যবহার করিবার অনুমতি দিয়াছিলেন। তজ্জন্য তাহার পরলােকগত আত্মার নিকট আমার শ্রদ্ধা নিবেদন করিতেছি।
এই গ্রন্থখানির মুদ্রণে কিছু কিছু বৈশিষ্ট্য ও অসাধারণত্ব থাকায় পুরাণ প্রেসের অধ্যক্ষ শ্ৰীযুক্ত কালিদাস মুন্সি মহাশয় মুদ্রণ-বিষয়ে নানা আপত্তি তুলিয়া প্রথম দিকে অনেক সময়ের অপব্যয় করিয়াছিলেন বটে, কিন্তু অবশেষে নিজের ভ্রম বুঝিতে পারিয়া আমার সহিত অকৃত্রিম বন্ধুত্ব স্থাপনপূর্বক মুদ্রণ-কাৰ্য্য ত্বরান্বিত করিয়া দিয়াছেন এবং এই রূপে প্রায় দুই বৎসর কাল বৃথা বাদানুবাদে নষ্ট হইবার পর আট-দশ মাস সময়ের মধ্যে গ্রন্থখানির মুদ্রণ-কাৰ্য শেষ করিয়া দিয়াছেন। এজন্য তাহাকে আমার হার্দিক ধন্যবাদ জানাইতেছি। ঐ প্রেসের অক্ষর-সংযােজক শ্ৰীযুক্ত রত্নেশ্বর ভট্টাচাৰ্য মহাশয় আমার গ্রন্থের মুদ্রণ-কাৰ্য্যে বিশেষ তৎপরতা অবলম্বন করিয়া আমার ধন্যবাদাহ হইয়াছেন। এবং প্রেসের কর্মচারী শ্ৰীযুক্ত বিনােদবিহারী চম্পটি মহাশয়ও নানাভাবে আমার পুস্তক-মুদ্রণের সাহায্য করিয়াছেন। এজন্য তাঁহাকেও আমার ধন্যবাদ জ্ঞাপন করিতেছি। | কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের ভূতপূর্ব অধ্যক্ষ, আমার শ্রদ্ধেয় সুহৃৎ ও প্রতিবেশী ডক্টর শ্ৰীযুক্ত সুনীতিকুমার চট্টোপাধ্যায় মহাশয়, এ. এ., পি. আর. এস. (কলিকাতা), ডি. লিট. (লণ্ডন), এফ. এ. এস., অধুনা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের তুলনাত্মক ভাষাতত্ত্বের সম্মানিত অধ্যাপক, এসিয়াটিক সােসাইটীর সভাপতি ও পশ্চিমবঙ্গ বিধান-পরিষদের সভাপতি, আমার
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org