Book Title: Tattvartha Sutram
Author(s): Ishvarchandra Shastri
Publisher: Ishvarchandra Shastri

View full book text
Previous | Next

Page 14
________________ loo ১. (ক) গন্ধহস্তি মহাভাষ্যকার,—সিদ্ধসেন দিবাকর ; ইহার জন্ম হয় 'দক্ষিণাপথের প্রতিষ্ঠানপুর নামক নগরে। মহাবীর সম্বতের ৫০০ শতবর্ষে তাহার সমাধি লাভ হয়। ইহার প্রণীত “দ্বাত্রিংশতশতিকা”, “একবিংশতি গুণস্থানপ্রকরণ” “শাশ্ব তজিন স্তুতি”, “কল্যাণমন্দির স্তোত্র” প্রভৃতি গ্রন্থ বিশেষ খ্যাতি লাভ করিয়াছে। এই বিষয়ে মহাপুরাণের লেখানুসারে “কয়ঃ সিদ্ধসেনাদিঃ” বুঝিতে পারা যায় যে এই নামে অপর একজন কবি ছিলেন। | (খ) সুত্রের সিদ্ধসেন গণি-বিরচিত টীকা, ইহার শ্লোক সংখ্যা ১৮২৮২। এই বিষয়ে উক্তি এইরূপ, | ‘অষ্টাদশ সহস্রাণি দেশতে চ তথপরে। অশীতিরধিকাদ্বাভ্যাং টীকায়াঃ শ্লোকসংগ্রহঃ ।” এই বিষয়ে অপর কোন পণ্ডিত বলেন যে, ‘হরিভদ্রসূরি এই টীকা লিখিতে আরম্ভ করেন। তাহার শরীর পরিহারের পর তদীয় শ্রেষ্ঠ শিষ্য যশোভদ্র সূরি অবশিষ্ট টীকা রচনা করিয়া গ্রন্থ সমাপ্ত করিয়া যান। | হরিভদ্র সুরি-রচিত “ষটদর্শন সমুচ্চয়” নামক (জৈনমতে) ছয়খানি দর্শনের সারসংগ্রহরূপ পুস্তক সুধী সমাজে অতিশয় উপাদেয়। ইহার টীকা সূরিবর-গুণরত্ন-প্রণীত। ইহা বহু তত্ত্ব ও গবেষণাপূর্ণ। অপর একখানি টীকা মণিভদ্রদেব সূরি-বিরচিত। ইহাও মুদ্রিত হইয়াছে। (গ) তত্ত্বাৰ্থ টীকা, এই টীকা-প্রণেতা উক্ত হরিভদ্রসূরিবৰ্য্য। ইহার শ্লোক পরিমাণ . (ঘ) তত্বার্থাধিগম সূত্রের ভাষ্যকার উমাম্বাতিবাচক। এই ভাষ্যকার বাকদিগম্বর সম্প্রদায়ের পট্টাবলী (প্রাচীন আচার্যগণের পুরাবৃত্ত লেখা) অনুসারে বিক্রমার্ক-সম্বতের ১০১ কার্তিক মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে নন্দিসঙ্ঘের আচার্যপদে একচত্বারিংশদ (৪১) বৎসরে ধর্মের উপদেষ্টারূপে সমাসীন ছিলেন। ভগবান্ মহাবীর তীর্থঙ্করের মহানির্বাণ সময়, বিক্রমাদিত্য শকাব্দের ৬০৫ বৎসর পূর্বে। ইহা উভয় জৈন সম্প্রদায়ের অতি প্রায় অনুযায়ী অবধারিত। বিক্রমার্ক সম্বৎ ও শালিবাহন ভূপাল শকাব্দ বিষয়ে জৈনাচার্যগণের মধ্যে মতভেদ এখনও বর্তমান আছে। জৈনাচার্যগণের কালনিরূপণ প্রসঙ্গে তাহার প্রায় বিক্রমার্ক সম্বতের অনুসরণ করিয়াছেন। চতুর্বিংশতি তীর্থঙ্করের (২৪ ধমে অবতার) বিষয় পরে বলিতে ইচ্ছা রহিল। বিক্ৰমাক সম্বতের পূর্বে যাহারা ধর্মাচার্যপদে উপবিষ্ট ছিলেন তাহাদের নাম এই স্থলে সংক্ষেপে উল্লেখ করা উচিত মনে করি—(১) কেবলী সাধু—গােতম স্বামী (ক) সুধর্মাস্বামী (খ) অস্বামী। (গ)। (২) কেবলী—বিষ্ণুকুমার (ক) নন্দিমিত্র (খ) অপরাজিত (গ) গােবর্ধন (ঘ) ভদ্রবাহু (ঙ)। (৩) একাদশ অঙ্গ এবং দশপূর্বপাঠী (আচার্যগণের বিভাগ অনুসারে উপাধি)= (ক) বিশাখাচার্য (খ) নক্ষত্রাচার্য (গ) নাগসেনাচার্য (ঘ) জয় সেনাচার্য (ঙ) সিদ্ধার্থাচার্য (চ) ধৃতি সেনাচার্য (ছ) বিজয়াচার্য (জ) বুদ্ধিলিঙ্গাচার্য (ঝ) দেবাচার্য (ঞ) ধর্মসেনাচার্য । Jain Education International For Personal & Private Use Only www.jainelibrary.org

Loading...

Page Navigation
1 ... 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94