Book Title: Tattvartha Sutram
Author(s): Ishvarchandra Shastri
Publisher: Ishvarchandra Shastri

View full book text
Previous | Next

Page 13
________________ উদয়পুর ও জয়পুরের জৈনপুস্তকালয়ে “গন্ধহস্তি মহাভাষ্যে”র অস্তিত্ব সম্বন্ধে শুনিতে পাওয়া যায়। ভট্টাকলঙ্কদেবের “অষ্টশতী” এবং শ্রীমদ্ বিদ্যানন্দী স্বামীর “অষ্টসহস্ৰী” এই দুই পুস্তক দার্শনিক তত্ত্ববিচারে পরিপূর্ণ। বিদ্যানন্দী স্বামী সম্বৎ ৬৮১তে বর্তমান ছিলেন। বিক্রম শতাব্দীর ছয়শত সম্বৎসরে (৬০) অকলঙ্কদেব বিদ্যমান ছিলেন। খেত নামক নগরে তাহার জন্ম হয় ; স্বীয় অশেষ পাণ্ডিত্য প্রভাবে ভূপতি শ্রীমৎ হিমশীতলের সভায় তিনি প্রধান পণ্ডিত ছিলেন। (২) সূত্রের টাকা “সর্বার্থসিদ্ধি”, এই টাকা মুদ্রিত হইয়াছে। ইহার রচয়িতা পূজ্যপাদ স্বামী। দেবনন্দী, জিনেবুদ্ধি, নন্দিসাচার্য প্রভৃতি ইহার নামান্তর ছিল। প্রসিদ্ধ কলাপ ব্যাকরণের টীকাকারগণ উপাদেয় বুদ্ধিতে বহুশ্লোক “যদাহ জিনেবুদ্ধিঃ” বলিয়া উদ্ধৃত করিয়াছেন। জিনেন্দ্ৰ বুদ্ধির স্বতন্ত্রভাবে অপর একখানি ব্যাকরণের সন্দর্ভ মুদ্রিত হইয়াছে। সর্বার্থসিদ্ধি টীকার শ্লোকসংখ্যা ৫৫••। (৩) তত্ত্বাৰ্থরাজবার্তিক (রাজবাৰ্তিকালঙ্কার) শ্রীভট্টাকলঙ্কদেব-বিরচিত; ইহার শ্লোকসংখ্যা ১৬০০। (৪) শ্লোক বাৰ্তিকালঙ্কার—স্বামী বিদ্যানন্দী প্রণীত, তাহার শ্লোক পরিমাণ ১৮০০। এই গ্রন্থখানি দুইখণ্ডে পরিষ্কতভাবে মুদ্রিত হইয়াছে। (৫) তত্ত্বাৰ্থসূত্রের “শ্রতসাগরী” টীকা, শ্রীমৎ শ্রুতসাগর সূরি বিরচিত, তদীয় শ্লোক পরিমাণ ৮০০০। এই শ্রুত সাগর সুবি, সােমদেব সূরি বিরচিত “যশস্তিলক” মহাকাব্যের টীকা প্রণয়ন করিয়াছেন। এই মহাকাব্য বম্বে মুদ্রিত হইয়াছে। ইহার “যশস্তিলকচন্দ্রিকা বিশেষ কবিত্ব ও পাণ্ডিত্যপূর্ণ। বিরচনের সময় সম্বৎ ১৫৫। (৬) তত্বার্থাধিগমসূত্রের “সুখবােধিনী” টীকা (ইহা নব্য শ্রুতসাগর পণ্ডিত কতৃক বিরচিত ?) ইহার শ্লোকসংখ্যা প্রায় (৭•••) সাত হাজার। মতান্তরে ভাস্করনন সূরি ইহার প্রণেতা, গ্রন্থের আরম্ভ শ্লোকদ্বারা বােধহয় যে অনন্তনাথ শৰ্মাই (বঙ্গীয় সুখবােধিনীর কত। এই টীকা সুখবােধা ও সুখবােধিনী টীকা এই দুই নামে উল্লেখিত আছে। (৭) তত্ত্বাৰ্থ টীকা বিবুধ সেনাচার্য-বিরচিত, ইহার শ্লোক পরিমাণ ৩২৫৩। ইহার বিশেষ ইতিবৃত্ত পাওয়া যায় নাই। (৮) তত্বাৰ্থ প্রকাশিকা টীকা, শ্ৰীমদ যোগীন্দ্র দেব কতৃক রচিত। এই টাকার বিবরণ এখনও পাওয়া যায় নাই। (৯) তত্ত্বাৰ্থবৃত্তি-শ্রীযােগদেবগৃহাচার্য প্রণীত, ইহার কোনরূপ ইতিবৃত্ত পাওয়া যায় নাই। (১০) তত্ত্বাৰ্থ টীকা-শ্রীলক্ষ্মীদেবগৃহাচার্য কৃত, এখনও ইহার কোন বিবরণ প্রাপ্ত হই নাই। (১১) তাৎপর্যতত্ত্বাৰ্থ টাকা, অভয়নন্দি-সূরি-বিরচিত। ইহার পূর্বে অভয়নন্দি সূরি নামে আরও দুইজন আচার্য জন্মলাভ করিয়াছিলেন। সুতরাং ইনি তৃতীয় অভয়নলি। (১২) তত্ত্বার্থসূত্রব্যাখ্যান, ইহা কর্ণাটদেশীয় ভাষায় রচিত। গ্রন্থকত। শ্রীলক্ষ্মী সেন ভট্টারক। আচার্য অভয়নন্দি সম্বৎ ৭৭৫ শকে বিদ্যমান ছিলেন ; ইহার প্রণীত জৈনেন্দ্র ব্যাকরণের “বৃহবৃত্তি" সুপ্রসিদ্ধ ও মুদ্রিত। | এখন শ্বেতাম্বর সম্প্রদায়ের অভিমত ভাষ্যকার ও টীকাকারাদির নাম উল্লিখিত হইতেছে। Jain Education International For Personal & Private Use Only www.jainelibrary.org

Loading...

Page Navigation
1 ... 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94