Book Title: Tattvartha Sutram
Author(s): Ishvarchandra Shastri
Publisher: Ishvarchandra Shastri

View full book text
Previous | Next

Page 16
________________ সম্প্রতি প্রাপ্ত+ সূত্র গুলির সংক্ষেপে সংস্কৃত টীকা ও বাঙ্গালা ব্যাখ্যা রচনা পূর্বক প্রকাশিত করা সমুচিত মনে হয় ৷ সূত্রের পূর্ণসংখ্যা ১০৫টি। এই সূত্রগুলির সঙ্গে পূর্ব প্রকাশিত সভাষ্য উমাম্বাতি অচার্যের সূত্র সমূহের বহুস্থলে পাঠভেদ ও সূত্র সংখ্যার তারতম্য দৃষ্ট হয় । ইহা অনুবাদ বা ব্যাখ্যার সময় প্রদর্শিত হইবে। এইরূপ পাঠভেদের হেতু সম্প্রদায় ( দিগম্বর এবং শ্বেতাম্বর) বিভাগ এবং ভিন্ন গ্রন্থকারের মতভেদ দেখিতে পাওয়া যায়। সভাষ্য-জৈনদর্শনের একাধিক টীকা, বার্ত্তিক, ভাষ্য পড়িবার সুযোগ পাইয়াছি । এখানে “অনেকান্ত” পত্রে প্রাপ্ত সূত্রগুলি (প্রভাচন্দ্রাচার্যের ) প্রাচীন হইলেও ইহার পূর্বে কখনও প্রকাশিত হয় নাই । ইহা আনন্দের বিষয় যে এই গ্রন্থখানি মূল এবং মদীয় সংস্কৃত টীকা ও বাংলা ব্যাখ্যাদি সমেত ভারতী মহাবিদ্যালয়ের জৈন গ্রন্থমালার ১ম পুস্তকরূপে প্রকাশিত হইতেছে। শুনিলাম দামিয়া নগরের শ্রীযুক্ত শাস্তিপ্রসাদ জৈন মহোদয় ইহার জন্য অর্থসাহায্য করিবেন। জৈন সম্প্রদায়ের অন্যান্য ধনী ব্যক্তিও যদি তাঁহার ন্যায় অর্থসাহায্য করেন তাহা হইলে বহু অমূল্য জৈনগ্রন্থ অচিরে প্রকাশিত হইবার সম্ভাবনা হয়। আমি এবিষয়ে তাঁহাদের দৃষ্টি আকর্ষণ করিতেছি। ইতি আষাঢ়ী পূর্ণিমা, ১৯৯৯ সংব কলিকাতা । no + 'অনেকান্ত' পত্রে প্রাপ্ত সূত্র (বর্ষ ৩, কিরণ ৬-৭, এপ্রিল ও মে ) । Jain Education International For Personal & Private Use Only শ্রীঈশ্বরচন্দ্র শাস্ত্রী www.jainelibrary.org

Loading...

Page Navigation
1 ... 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94