Book Title: Tattvartha Sutram
Author(s): Ishvarchandra Shastri
Publisher: Ishvarchandra Shastri

View full book text
Previous | Next

Page 84
________________ তত্ত্বার্থসূত্রম্ . সব্যাখ্যানুবাদ। জ্ঞানবরণ প্রভৃতি কর্ময়ের এবং অন্তরায়ের পর বা উৎকৃষ্ট স্থিতি ত্রিংশৎ সাগরতুল্য কোটী কোটী পরাধ পরিমিত। পূর্বোক্ত কম সমুহের মধ্যে জ্ঞানাবরণ, দর্শনাবরণ, বেদনীয়, এবং অন্তরায় প্রকৃতির উক্ত সংখ্যা পরিমিত স্থিতি সভাষ্য (১৫) সূত্র কারের মতে কথিত এবং ভাষ্য টীকাকারাদিরও তাহাই বর্ণিত হইয়াছে। পর পর সভাষ্য গ্রন্থে | এই বিষয় ব্যাখ্যাত হইয়াছে। সূত্রোক্ত সংখ্যার বিষয় বিশেষ দুর্বোধ্য ৫৷৷ | মীনীষ বসনিঃ ॥ ॥ टीका। मोहनीयस्येति। मोहनीयस्य कर्म प्रकृतेः सप्ततिसागरोपमकोटिकोटयः सख्यका परा स्थिति भवति । एवमेव सभाष्यसूत्रे चास्ति । “सप्ततिमोहनीयस्येति । द्वयोरेवं नाम गोत्र प्रकृत्योविंशतिःसागरोपमकोटिकोटयः বৰা হিনিঃ বিনি৷ ৷ | সব্যাখ্যানুবাদ। মােহনীয় কম প্রকৃতির সপ্ততি সাগরতুল্য কোটী কোটী-সংখ্যক উৎকৃষ্ট স্থিতি সম্ভব। সুভাষ্য উমাস্বাতি আচার্যের সূত্রে ও ভাষ্যে এইরূপই উক্ত হইয়াছে। দুই সূত্রের মধ্যে পদার্থকথনে কোনরূপ প্রভেদ দেখা যায় না। পূর্বে প্রকৃতি বন্ধের কথা বলিয়া এখন স্থিতিবন্ধের উল্লেখ সূত্র কার করিতেছেন। নাম ও গােত্র প্রকৃতির বিংশতি সাগর তুল্য কোটী-কোটা উৎকৃষ্ট স্থিতিকাল হইবে ৷৬৷৷ | সান্তনা (:) ৷৷ ৩৷ टीका। त्रयस्त्रिंशदिति । अत्रायुष्कर्मणो हि परा श्रेष्ठा स्थितिः त्रयस्त्रिंशत्सागर-तुल्यसखाका सयात् । तथा चात्र सभाष्यसूत्रम् । ."त्रयस्त्रिंशत् सागरोपमाण्यायुष्कसा” इति । एवमेव भाष्यकृदाह । “आयुष्कप्रकृतै त्रयस्त्रिंशत्सागरोपमाणि परा स्थितिः” इति अस्मिन् सूत्रे एवकारपदानात् 'सागरोपमकोटीकोट्यः' प्रभृति पदानां व्यावृत्तिः सयात् । अन्यदुभयोः सूत्रयोस्तुल्या व ম্৷৷ ৩৷৷ স সব্যাখ্যানুবাদ। পূর্বোক্ত কম প্রকৃতির মধ্যে আয়ুষ্ক কমের শ্রেষ্ঠস্থিতি ত্রয়ত্রিংশৎ সাগরতুল্য সংখ্যা পরিমিত। এই বিষয়ে সভায্য সূত্র এই সূত্রের অনুরূপ। আয়ুষ্ক কম প্রকৃতির :) ত্রয়ত্রিংশদ্দেবায়ুষঃ ইখং পাঠান্তরমস্তি। Jain Education International For Personal & Private Use Only www.jainelibrary.org

Loading...

Page Navigation
1 ... 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94