________________
অকামমরণীয় তও পুটুঠো আয়ংকেণং, গিলাগাে পরিতল্প।
পভীও পরলােগ, কম্বাণুপ্নেহী অল্পণে ॥১১|| তও (তৎপরে) (সেই কামাসক্ত ব্যক্তি) আয়ংকেণং (আতঙ্কের দ্বারা আঘাতী রােগের দ্বারা) পুটুঠো (খৃষ্ট=অভিভূত, জর্জরিত) (ও) গিলানাে (গ্লানি প্রাপ্ত হইয়া) পরিতঈ ( পরিতপ্ত হয় =অনুতপ্ত হয় ) (এবং) অল্পণা (নিজের) কম্মানুপ্লেহি ( কর্মানুপ্ৰেক্ষী=স্বকৃত দুষ্কর্মের আললাচনাকারী) ( হইয়া) পরলােগ (পরলােকের) (ভয়ে) পভীও ( ভীত হয়) ১১।
তৎপরে সেই কামাসক্ত ব্যক্তি ভীষণ রােগের দ্বারা জর্জরিত ও গ্লানি প্রাপ্ত হইয়া অনুতাপের অনলে দগ্ধ হয় এবং স্বকৃত দুষ্কর্মের আলােচনা করিয়া পরলােকের ভয়ে অত্যন্ত ভীত হয় ॥১১||
সুয়া মে পর ঠাণা, অসীলাণং চ জা গঙ্গ।
বালাণং কুরকস্মাণং, পগাঢ়া জখ বেয়ণা ॥১২। জা (যাহা) অসীলাণং ( অশীল ব্যক্তিগণের =ভ্রষ্টাচারিগণের ) গঈ ( গতি ) ( সেই) ণরএ (নরকে ) ঠাণা (স্থান) ( সম্বন্ধে ) মে সুয়া ( আমার দ্বারা শ্রুত হইয়াছে= আমি শ্রবণ করিয়াছি) জখ (যেখানে) বালাণং ( অজ্ঞান
| ১। জৈন শাস্ত্রানুসারে নরক সাতটী। জম্বুদ্বীপের ঠিক মধ্যস্থলে এক লক্ষ যােজন উচ্চ যে পর্বত আছে তাহাকে মেরুপৰ্বত কহে। এই মেরুপর্বতের সমতল ভূমি হইতে সমস্ত লোকের দূরত্বের পরিমাপ আরম্ভ করা হয়। মেরুপৰ্বতের সমতল ভাগের নয়শত যােজন নিম্ন ও নয়শত যােজন উর্ধ্ব পর্যন্ত ভাগকে মধ্যলােক এবং এই মধ্যলােকের উপরে উধ্বলােক ও নীচে অবােলােক অবস্থিত। মধ্যলােকের ভূভাগের নাম রত্নপ্রভা। রত্নপ্রভার গভীরতা এক লক্ষ আশী হাজার যােজন। ইহার উপরের এক হাজার ও নীচের এক হাজার যােজন বাদ দিয়া মধ্যভাগের স্থানে স্থানে নরক আছে, ইহাদিগকে নরকাবাস বলা হয়। রত্নপ্রভার বহু নিয়ে সম্পূর্ণ পৃথক পৃথক একটীর নীচে আর একটী করিয়া আরও ছয়টী ভূমি আছে, তাহাদের নাম—শর্করাপ্রভা, বালুকাপ্রভা, পঞ্চপ্রভা, ধূমপ্রভা, তমঃপ্রভা ও মহাতমঃপ্রভা। এই ছয়টী পৃথীতেও রত্নপ্রভার ন্যায় তাহাদের গভীরতার উপরে ও নীচে এক এক হাজার যোজন ছাড়িয়া দিয়া মধ্যস্থলে নরকাবাসগুলি অবস্থিত। প্রথম হইতে দ্বিতীয়, দ্বিতীয় হইতে তৃতীয়, এইরূপে ক্রমশঃ সপ্তম নরক পর্যন্ত নারক জীবের দুঃখ ও যাতনা ক্রমশঃ ভীষণ হইতে ভীষণতর হইতে থাকে। বলা বাহুল্য যে রত্নপ্রভার ভূপৃষ্ঠ হইতে নয়শত যোজন মধ্যলােকের অন্তর্গত ও তন্নিম্নের সমস্ত অংশ অধােলােকের অন্তর্গত।