________________
সভিক্ষু
২৪৯ শয্যা, আসন, পানীয়দ্রব্য, ভােজ্যদ্রব্য ও বিবিধ প্রকারের খাদিম অর্থাৎ নারিকেল খজুরাদি বা স্বাদিম অর্থাৎ এলাচ লবঙ্গাদি কোন গৃহস্থ দান না। করিলে বা ভিক্ষার জন্য আসিতে বারণ করিলে যে নিগ্রন্থ সাধু সেই গৃহস্থের প্রতি দ্বেষ ভাবাপন্ন হয় না সে ভিক্ষু ॥১১।
জং কিংচাহার পাণগং বিবিহং, খাইমসাইমং পরেসিং লদ্ধ।
জো তং তিবিহেণ নাকংপে, মণবয়কায় সুসংবুড়ে স° ভিখু ॥১২। জং কিংচ ( যাহা কিছু ) আহারপাণগং ( আহার্য ও পানীয়) বিবিহং। ( বিবিধ ) খাইমসাইমং (খজুরাদি ও লবঙ্গাদি ) পরেসিং ( অন্য লােকের নিকট হইতে ) লদ্ধ (প্রাপ্ত হইয়া) জো (যে ) তং (সেই খাদ্যদ্রব্যকে ) তিবিহেণ ( ত্রিবিধ প্রকারে = মন বচন ও কায়ের দ্বারা) নাৎকংপে ( অনুকংপ। করে না=পীড়িত, বৃদ্ধ বা বালক সাধুগণকে ভাগ বিতরণ না করে ) ( সে ভিক্ষু নয় ) মণবয়কায়সুসংবুড়ে ( যাহার মন, বচন ও কায় সুসংযত, বা যে পীড়িত সাধুর প্রতি অনুকংপা করিয়া ভাগ দেয়) স (সে) ভিখু ( ভিক্ষু ) |১২|| | যাহা কিছু আহার্য, পানীয় ও বিবিধ প্রকারের খাদ্য ও আস্বাদনীয় বস্তু গৃহস্থগণের নিকট প্রাপ্ত হইয়া যে মন বচন ও কায়ের দ্বারা অন্য পীড়িত বা বৃদ্ধ সাধুকে অমুকংপা করিয়া ভাগ না দেয় সে ভিক্ষু নয় কিন্তু যাহার মন, বচন ও কায় সুসংযত বা যে অন্য সাধুর প্রতি অনুকংপা করে সে ভিক্ষু ॥১২||
আয়ামগং ৪ চেব জবােদণং চ, সয়ং সােবীরং চ জবােদগং চ।। নাে হীলএ পিংডং ণীরসং তু অংত, পংকুলাইং পরিব্বএ
স ভি ॥১৩ আয়ামগং ( আচামক=ভাতের মাড় কিংবা দাইলের জল হইতে প্রস্তুত এক
১। “কিংচি আহার’ টীকা ২। ২। পাণং টীকা ২। ৩। “জ স’ টীকা ৩। ৪। অবশ্রাবণং টীকা ২। ও ৩। গুজরাটী ভাষায় ‘ওসামন’ বলে।
৫। ভাত ভিজান জল বা দলের দ্বারা প্রস্তুত বড়া প্রভৃতি ভিজান জল কিছু টক হইলে দ্বারা প্রস্তুত এক প্রকার পাণীয় যাহাকে গুজরাটী ভাষায় ‘কাঞ্জি’ বলে। সুরীরং' টীকা ২।
৬। অংত’ শব্দটী ১নং, ৩নং বা ৪নং টীকায় নাই কিন্তু টীকা ২নংএ আছে।