________________
সঞ্জয়ীয়
সগরো ( সগর=দ্বিতীয় চক্রবর্তী সগর ) ণরাহিবে| বি (নরাধিপ ও) সাগরংতং ( সাগরান্ত=সমুদ্র পর্যন্ত ) ভরহবাসং ( ভারতবর্ষ ) ( ও ) কেবলং ( কেবল = পরিপূর্ণ ) ইসরিয়ং ( ঐশ্বর্য ) হিচ্চা ( ত্যাগকরিয়া ) দয়াএ ( দয়ার দ্বারা = সংযমের দ্বারা ) পরিণিব্বুড়ো ( পরিণিত= মুক্ত ) ( হইলেন ) ॥৩৫॥
দ্বিতীয় চক্রবর্তী সগর রাজাও আসমুদ্র ভারতবর্ষের রাজ্য ও পরিপূর্ণ ঐশ্বর্য ত্যাগ করিয়া সংযম গ্রহণপূর্বক মুক্ত হইলেন ॥৩৫॥
চইত্তা ভারহং বাসং, চক্কবটী মহড ঢিও'। পৰ্ব্বজ্জামন্ত,বগও’, মঘবং নাম মহাজসো ॥৩॥
২৩
মহাজসে৷ ( মহাযশ = মহাযশস্বী ) মহড় ঢিও ( মহৰ্দ্ধিক = মহাসমৃদ্ধিসম্পন্ন ) মঘবং নাম ( মঘব নামক ) চক্কবট্টী ( চক্রবর্তী = তৃতীয় চক্রবর্তী ) ভারহং বাস ( ভারতবর্ষকে ) চহিত্তা ( ত্যাগ করিয়া ) পব্বজ্জাং ( প্রব্রজ্যা ) অৰু বগও ( অভ্যুপগত= প্রাপ্ত ) ( হইলেন ) || ৩৬||
মহাযশস্বী ও মহাসমৃদ্ধিসম্পন্ন মঘব নামক তৃতীয় চক্রবর্তী ভারতবর্ষের রাজ্য ত্যাগ করিয়া দীক্ষাগ্রহণ করিলেন ॥৩৬||
সণংকুমারোo মনুসিংদো, চক্কবট্টী মহড় ঢিও।
পুত্তং রজ্জে ঠবেউণং, সো বি রায়া তবং চরে ॥৩৭||
মনুসিংদে৷ ( মনুষ্যেন্দ্র ) মহডটিও ( মহৰ্দ্ধিক ) চক্কবটী ( চক্রবর্তী = চতুর্থ
১। ‘মহিড় ঢিও’ টীকা ৩ ।
২। ‘পৰ্ব্বজ্জন্ত গও’ টীকা ১ ও ৩ ।
৩। মঘব তৃতীয় চক্রবর্তী। ইঁহার পিতার নাম সমুদ্রবিজয় ও মাতা ভদ্রাদেবী। শ্রাবন্তী নগরীতে ইঁহার জন্ম হয়। ইনি চক্রবর্তী রাজা হন ও পরে পুত্রকে রাজ্য দিয়া দীক্ষাগ্রহণ করেন ৷ আয়ুক্ষয়ে মৃত্যুপ্রাপ্ত হইয়া সনৎকুমার নামক তৃতীয় দেবলোকে দেবরূপে জন্মগ্রহণ করেন ।
৪। ইনি চতুর্থ চক্রবর্তী, পিতার নাম অশ্বসেন, মাতা সহদেবী, কুরুজঙ্গল জনপদের অন্তর্গত হস্তিনাপুরে ইঁহার জন্ম হয় এবং পরে চক্রবর্তী রাজা হন। ইনি অত্যন্ত সুদর্শন ছিলেন। পরে রাজ্য ত্যাগ করিয়া দীক্ষা গ্রহণ করেন এবং পার্শ্বনাথ পাহাড়ে তপস্যা করিতে করিতে দেহ ত্যাগ করিয়া সনৎকুমার নামক তৃতীয় স্বর্গে দেবরূপে জন্ম গ্রহণ করেন। তথাকার আয়ু পূর্ণ হইলে মহাবিদেহ ক্ষেত্রে মনুষ্যরূপে জন্মগ্রহণ করিয়া মুক্তিপ্রাপ্ত হইবেন। তুলনা—ছান্দোগ্য উপনিষৎ, ৭, ১, ১, ২৬, ২ ।
৫। ‘ঠবিভাগং' টীকা ৩।