________________
৪৩৩
কেশীগৌতমীয় (গৌতম উত্তর করিলেন। (যাহ) ণিব্বাণং তি (নির্বাণ এই নামে) অবাহং তি (অবাধ এই নামে =বাধাহীন এই নামে) সিদ্ধী ( সিদ্ধি এই নামে) লােগৎ (লােকাগ্র এই নামে) খেমং (ক্ষেম এই নামে =শাশ্বত সুখ এই নামে) সিবং (শিব এই নামে =মঙ্গলময় এই নামে) জং (যেখানে) মহেসিগাে (মহর্ষিগণ) অণুবাহং ( সর্বপ্রকার বাধা রহিত ভাবে ) চরংতি (বিচরণ করেন =অবস্থান করেন ) ॥৮৩|| | গৌতম উত্তর করিলেন, সেই স্থানকে নির্বাণ, অব্যাধ, সিদ্ধি, লােকাগ্র, ক্ষেম ও শিব নামে অভিহিত করা হয়, এবং যেখানে মহর্ষিগণ সর্বপ্রকার বাধা রহিত হইয়া অবস্থান করেন ॥৮৩
তং ঠাণং সাসয়ং বাসং, লােগগগংমি দুরারুহং।
জং সংপত্তা ন সােয়ংতি, ভবােহংতকরা মুণী ॥৮৪। তং ঠাণং (সেই স্থান ) সাসয়ং বাসং (শাশ্বতবাস= নিত্য অবস্থিত, ধ্রুব) দুরারুহং (দুরাবােহ =দুর্গম্য ) লােগমি (লােকাগ্ৰে) ( অবস্থিত) জং ( যেখানে ) সংপত্তা (সংপ্রাপ্ত হইয়া == উপস্থিত হইয়া) ভবােহংতকরা। (ভবৌঘান্তকর =ভব অর্থাৎ সংসারের, ওঘ অর্থাৎ সমূহকে, অন্তকর অর্থাৎ বিনাশকারী=সংসার প্রবাহ বিনাশকারী ) মুণী (মুনিগণ ) ন সােয়ংতি (শােক করে না) ॥৮৪|| | সেই স্থান শাশ্বত, দুর্গম্য ও লােকাগ্রে অবস্থিত। যেখানে উপস্থিত হইয়া সংসার প্রবাহ বিনাশকারী মুনিগণ শােক প্রাপ্ত হন না ॥৮৪||
সাহু গােয়ম পন্না তে, ছিগো মে সংসও ইমাে।
ণমাে তে সংসয়াঈয়, সব্বত্তমহােয়হী ॥৮৫। ( শব্দার্থ “সাহু••••••ইমাে” পর্যন্ত পূর্ববৎ ) সংসয়ায় (হে সংশয়াতীত ) সব্বসুমহােয়হী (সর্বসূত্ৰমহােদধি =সমস্ত সিদ্ধান্ত পারদর্শী) তে (আপনাকে) ণমাে (নমস্কার করি ) ৮৫|| | কেশীমুনি বলিলেন, হে গৌতম আপনার প্রজ্ঞা উত্তম। আমার এই সংশয় দূরীভূত হইল। হে সংশয়াতীত, হে সর্বসিদ্ধান্তপারদর্শী, আপনাকে প্রণাম করি ॥৮৫||
১। সংসয়াতীত’ টীকা ১ ও ২। २१