________________
২৯৬
উত্তরাধ্যয়ন সূত্র মহডটিও ( অত্যন্ত সমৃদ্ধিসম্পন্ন ) মহাপউমমা (মহাপদ্ম ) চকবটুটী ( চক্রবর্তী ) ভারহং বাসং (ভারতবর্ষ ) চইত্তা (ত্যাগ করিয়া) উত্তমে ভােএ ( উত্তম বিষয়ভােগ) চইত্তা (ত্যাগ করিয়া) তবং (তপস্যা) চরে ( আচরণ করিলেন ) ॥৪১|| | মহা সমৃদ্ধিসম্পন্ন মহাপদ্ম নামক চক্রবর্তী রাজা ভারতবর্ষের রাজ্য ও উত্তম ভােগবিলাস পরিত্যাগ করিয়া দীক্ষাগ্রহণপূর্বক তপস্যা আচরণ করিলেন ॥৪ ১।
এগছত্তং পসাহিত্তা, মহিং মাণণিসূরণে।।।
হরিসেণে মণুসিংদো, পতভা গইমণুত্তরং ॥৪২|| মাণণিসূরণণা (মাননিসূরণ = শত্রুর অহঙ্কার দলনকারী) মণুসসিংদো (মনুষ্যে = চক্রবর্তী) হরিসেণণা (হরিষেণ নামক দশম চক্রবর্তী) মহিং (মহীকে = পৃথিবীকে) এগছত্তং ( একছত্র =একছত্রাধীন ) পসাহিত্তা (সম্পাদন করিয়া) অণুরং গইং ( অনুত্তরগতি =মুক্তি) পত্তো ( প্রাপ্ত হইলেন ॥৪২
অরিমর্দন, মনুষ্যেন্দ্র হরিষেণ নামক দশম চক্রবর্তী পৃথিবীকে একছত্রাধীন করিয়া মুক্তিপ্রাপ্ত হইলেন ॥৪২।
অগ্নিও রায়সহস্সেহিং, সুপরিচ্চাঈ দমং চরে।
জয় ণামাে জিণখায়ং, পত্তো গইমণুত্তরং ॥৪৩|| রায়সহস্সেহিং (সহস্র রাজগণের দ্বারা) অগ্নিও ( অন্বিত = যুক্ত, পরিবৃত)
অবস্থানের জন্য ত্রিপাদভূমি যাচনা করেন। নমুচি সম্মত হইলে ইনি নিজের শরীরকে বৃদ্ধি করিয়া প্রথম পাদে সমস্ত পৃথিবী, দ্বিতীয় ও তৃতীয়পাদে পূর্ব ও পশ্চিম সমুদ্র আচ্ছাদিত করিয়া নমুচিকে সিংহাসন হইতে ভূপাতিত করেন। মহাপদ্মের অনুনয়ে বিষ্ণুকুমার শান্ত হইলেন। রাজ্যভােগ করিবার পর মহাপদ্ম রাজ্যত্যাগ করিয়া দীক্ষাগ্রহণ করিলেন। বিষ্ণুপুরাণে বলী রাজার বৃত্তান্তের সহিত তুলনীয়। | ১। কাস্পিল্য নগরে মহাহরি নামক রাজার ঔরসে মেরা দেবীর গর্ভে হরিষেণ জন্মগ্রহণ করেন। রাজ্যপ্রাপ্ত হইয়া দশম চক্রবর্তী হন। রাজ্য ভােগ করার পর পুত্রকে রাজ্য দিয়া দীক্ষা গ্রহণ করেন ও মুক্তিপ্রাপ্ত হন।
২। রাজগৃহ নগরে পিতা সমুদ্রবিজয় রাজা ও বপ্রা মাতার জয় নামক পুত্র হয়। ইনি একাদশ চক্রবর্তী হইয়া সম্পূর্ণ ভারতবর্ষের অধীশ্বর হইয়াছিলেন। পরে দীক্ষাগ্রহণ করিয়া মুক্তিপ্রাপ্ত হন। দ্বাদশজন চক্রবর্তীর মধ্যে এস্থলে দশ জনের নাম উল্লেখ করা হইয়াছে। অষ্টম সুভূম ও দ্বাদশ ব্ৰহ্মদও দীক্ষাগ্রহণ করেন নাই বলিয়া তাহাদের নাম উল্লেখ করা হয় নাই।